আমাদের কথা খুঁজে নিন

   

নিরাশা আর আশার দোলাচলে...

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

এক সময়ে অবাক হয়ে ভাবতাম, পাকিস্থানীরা কিভাবে মেনে নিচ্ছে জেনারেল মোশাররফকে। কিন্তু তখন মনে আসতো না যে, আমরাও মেনে নিয়েছি জিয়াউর রহমান নামে আরেক জেনারেলকে। শুধু তাকে মেনে নেয়নি - তাকে মাথার উপর তোলে পুঁজা করছি। তার প্রতি অন্ধ ভক্তির সুবাদে তার নির্বোধ স্ত্রীকেও দেশ চালানোর জন্যে নির্বাচিত করেছি -তিনবার। তাকে যা ইচ্ছা তা করার লাইসেন্স দিয়েছি।

সেই সুবাদে উনি অষ্টমশ্রেনী পাশ এক রিক্সা গ্যারাজের কর্মচারীকে সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্রদের কাছে নেতৃত্ব দিয়ে জিম্মি করেছে। করেছে কিছু মাস্তানকে পুঁজির মালিক। তার প্রতি অন্ধত্বের সুবাদে তার দুই ছেলে মোটামুটি দেশটাকে নিজেদের বাপের সম্পত্তি হিসাবে বিবেচনা করছে। ওরা দেশ চালিয়েছে পাঁচ বছর। সেই পাঁচ বছর মুক্তিযুদ্ধের শহীদদের রক্তে রঞ্জিত পতাকা উড়েছে শকুনদের হাতে।

আর আমাদের চামড়া হয়েছে আরো পুরু। এখন শুনছি বাংলাদেশে আরেক জেনারেলের পদধ্বনি। আমাদের হয়তো এবার হবে। এবার আমরা আরেক মোশাররফের কোলে চড়ে নিরাপদ বোধ করবো। কারন আমাদের “আলেয়া”রা আমাদের প্রতারিত করেছে।

তবে আশার আলো দেখি এরশাদ আর আইয়ুবের পরিনতি দেখে। ভাল থাকো দেশ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।