আমাদের কথা খুঁজে নিন

   

একদিনের বালের হরতাল আমার!!!

দিনের শেষে আমরা সবাই একা... কালকে নাকি হরতাল, কারণ কী? জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। ভালো কথা। কিন্তু যে দাবীতে হরতাল দেয়া হচ্ছে তা' কি মেনে নেয়া হবে? পরশুদিন থেকে কি আবার জ্বালানি তেলে'র মূল্য পূর্ব নির্ধারিত দামে ফিরে যাবে? যদি না যায় তাহলে এই একদিনের হরতালের কী অর্থ? হরতাল যদি দিতেই হয় তবে তা' হতে হবে লাগাতার। দাবী পুরণ না হওয়া পর্যন্ত হরতাল চলতে থাকবে। সাহস থাকলে এরকম হরতাল দেন। আমাদের কষ্ট হলে একবারে হয়ে যাক। একদিকে জ্বালানি দাম বৃদ্ধি'র কারণে আমাদের বেশি ভাড়া গুনতে হবে অন্যদিকে হুদাই একদিনের লোক দেখানো হরতালে ক্ষতি হবে হাজার কোটি টাকা। দু'দিক দিয়েই বাঁশটা খাচ্ছে ম্যাঙ্গো পিপল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।