আমাদের কথা খুঁজে নিন

   

ধীরে ধীরে যাক না নিভে ঘরের প্রদীপ আমার

জিনিয়াস কিংবা এক্সট্রা-অর্ডিনারি না হতে পারার দূ:খ কখনই আমাকে কষ্ট দেবার সুযোগ পায়নি আর আমি সাধারনের মাঝে একজন একজন অতিসাধারন, আমার মেধাবি গাধা হবার কোন ইচ্ছা নাই। আর এভাবেই আমি কাটিয়ে দিতে চাই আমার জিবন্টা, আমি নীল আমার এই আমাকে নিয়ে অনেক সুখি।

মি আছিতোমার প্রাথনায় শুধু অযথায়, জানি আসবো না ফিরে পরিচিত সীমানায়. সহসা নোনা জলের মাঝে তোমার ধুলোমাখা গান মুছে যায় আমি আসবে না নতুন ভাবে ছুয়ে দিবো না তোমায়, চারিপাশের আলো ছিড়ে আসুক না হয়ে আঁধার ধীরে ধীরে যাক না নিভে ঘরের প্রদীপ আমার, কাঁপবে না হাত, ভিজবেনা চোখ, আসুক অন্ধকার তারাগুলো জড়িয়ে ধরে নাচবে মন আমার যতই চাও না হোক আজ আমার দুঃখের বৃষ্টি স্নান, দেখব হাসি থামায় কে মোর, সাধ্য আছে কার, তুমি হারাও যখন ভিরের মাঝে তোমার সত্ত্বা বন্দী কোন আধার ঘরে, যে ঘরের দেয়ালে প্রাচীনতা আকড়ে রাখে তোমায়. তুমি যখন কাজে নিজের মাঝে অনুভূতিগুলো মুখোশের মাঝ ঢেকে থাকে, যা দেখ, যা শোন কোন কিছুই নিয়মের বাইরে নয়. কষট দেখে এখন আর আমার করে না ভয়,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.