আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনোসর



পিছুটান নেই বলে দেখতে যাই না গ্রাম আমার 0 থেকে 16, ক্লাস পালানো, সিনেমা খাওয়া, খেলতে গিয়ে পা ভেঙ্গে ফেলা, আর প্রবল টান থেকে বাঁচতে মেঘনার কাছে প্রার্থনা করা 1মাত্র জীবন... 3ঘন্টার লঞ্চযাত্রা এতো যে অপ্রিয় বলি, আমি আর আমরা 2জন তো 5মিনিট হাঁটার রাস্তায় অতিথিসেবা কিংবা নির্ঝঞ্জাট ট্রাফিকের দোহাইয়ে বসে থাকি 4-5 ঘণ্টা। সত্যি কি ইচ্ছে করে না_ ছুটে যাই জন্মগ্রাম, অযৌন লঞ্চঘাটে দাঁড়িয়ে অপেক্ষা করি বাবার হাত ধরে কাঁপতে থাকা টাটকা মুখ, ফিক করে হেসে ফেলি প্যাচা-ঢঙে? ইষ্টার্ণ প্লাজা কিংবা বসুন্ধরা সিটির হাফপ্যান্টগুলোর যা তেজ_ তা তো অনেক ম্ল্লান মেঘনায় ঝলসে ওঠা চিক চিক বালুয়; তবুও মারাত্মক আহত পাখির মতো আকড়ে ধরে আছি পিচ্ছিল পিলারের মাথা_ যেন 1বার ছুটে গেলে ফিরে আসার পথ হারিয়ে ফেলবো আমি [রুদ্র আরিফ: মানিকদী, ঢাকা ক্যান্টনম্যান্ট : 21/11/2005] [প্রথম কাগুজে মুদ্রণ : উল্ল্লেখ। লিটলম্যাগ। ফেব্রুয়ারি 2007]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.