আমাদের কথা খুঁজে নিন

   

বিচার চাই যুদ্ধ অপরাধীদের

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

এলোমেলো বড্ড বেশি এলোমেলো স্বপ্ন দেখি প্রায়শই, দেখি গাড়িতে বাংলার পতাকা নিয়ে ঘুরে বেড়ানো রাজাকারটা নাকানি চুবানি খাচ্ছে। বুকের ভিতরে পুষে রাখা স্বপ্নটি হচ্ছে- বিচার হবে স্বাধীনতার যুদ্ধ অপরাধীদের, যাদের নির্মম অত্যাচারে আমার দেশের সূর্যসন্তানরা শহীদ হয়েছেন; সেই কশাই অত্যাচারীদের বিচার হবে। আমার এই স্বপ্ন প্রায়শই এলোমেলো মনে হয়, কেন জানি,কি জানি । তবুও তো স্বপ্ন দেখি আকাশ পানে তাকিয়ে, পচিশ মার্চের ভয়াল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্বরোচিত হামলার নকশা সাজানো হায়েনাটি বিচারের মুখোমুখি হবে। কিন্তু পর মুহুতেুই কষ্টে আকুল করে মন; কারন সেই হায়েনাটিই নাকি দেশের গুরুত্বপূণ একটি পদে অধিষ্ঠ।

হায় স্বাধীনতা,হায় এতো আয়োজন । মানুষ নাকি স্বপ্ন দেখে বাচে। তাই আমিও স্বপ্ন দেখে - বিচার হচ্ছে এসব যুদ্ধ অপরাধীদের, বিচার হচ্ছে নকশা সাজানো সেই হায়েনাটির; শিক্ষকতার মহান পেশার আড়ালে লুকিয়ে আছে যার কুৎসিত একটি মন। আমি বারবার দীপ্ত সুরে বলি- হোকনা যতই এলোমেলো আমার স্বপ্নগুলো; হোকনা অগোছালো কিংবা অবিন্যস্ত, তবু আমি প্রানপনে বলব- একাত্তুরের যুদ্ধ অপরাধীদের বিচার চাই। বিচার চাই , বিচার চাই , বিচার চাই।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.