আমাদের কথা খুঁজে নিন

   

একটা মজার প্রশ্ন: দয়া করে সবাই উত্তর দেবেন (কোনভাবেই রাজনৈতিক পোস্ট নহে)

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

পোস্ট বাড়ানোর ধান্দা কইতে পারেন, হিট বাড়ানোর ধান্দাও কইতে পারেন [ইটালিক] নেটে পাইছি প্রশ্নটা [/ইটালিক] [গাঢ়] কোন পক্ষ নেবে!! [/গাঢ়] ধরুন পাশাপাশি দুই শহর, প্রতি শহরে 300 জন করে লোক বাস করে।হঠাৎ একদিন খবর আসল দুই শহরেইএমন এক ভয়াবহ জীবানু পাওয়া গেছে, যেটাকে নির্মূল করা তো যাচ্ছেইনা, বরং খুব দ্্রুত বংশবিস্তার করছে। এক সপ্তার মধ্যে এই জীবানু ছড়িয়ে গেলে সবাই মারা যাবে!! দুইদল স্পেশালিস্ট দুই শহরে জড় হয়েছেন। 1ম শহরের স্পেশালিস্টরা বললেন, 'আমরা মাটির নীচে বাংকার করে একটা প্রোগ্রাম সেট করতে পারব, কিন্তু ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে 200 জনকে মরতে হবে। মাত্র 100 জন ধরতে পারবে' 2য় শহরের স্পেশালিস্টরা বললেন, 'আমরা ওষুধ বানাতে চেষ্টা করছি; ওষুধ কাজ করলে সবাই বাঁচবে, তবে ওষুধের কাজ না করার সম্ভাবনা 3 ভাগের 2 ভাগ।' আপনি যে কোন একটি শহরের বাসিন্দা, এবং ধরুন, আপনাকে যেকোনটি পছন্দ করার অধিকার দেয়া হলো। প্রশ্ন হলো, [গাঢ়] আপনি কোন শহরটিকে বেছে নেবেন? [/গাঢ়]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.