আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ : মিষ্টি সন্নাসী বালকদের ডেরায়

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

দার্জিলিংয়ে 'ঘুম' নামে একটা জায়গায় তিব্বতি বৌদ্ধ মনাস্টিতে গিয়ে দেখি মনাস্টির সামনের চত্ত্বরে তখন মিষ্টি চেহারার পিচ্চি পিচ্চি সন্নাসীরা (মঙ্ক) এক জন আরেকজনের সাথে দুষ্টুমী করছে, কান টানছে, ছোয়াছুয়ি খেলছে। একসময়ে দেখলাম ভিতর থেকে একটা ফুটবল নিয়ে এসে বেজায় দুমাদুম খেলা শুরু হলো। গায়ে মেরুন গেরুয়া, পায়ে মোটামোটা কেডস। বেজায় কুয়াশা তখন, তাপমাত্রা মাত্র 3। তাই ছবিগুলো বেশ ঘোলা ঘোলা। মেঘের ভিতরে পাহাড়, তার উপরে মনাস্ট্রি। সবসময় মেঘের কুয়াশা ছুয়ে দিয়ে যায় সবকিছু সেখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।