আমাদের কথা খুঁজে নিন

   

নতুন খেলা :নামকরণের সাথকতা বিচার করুণ



কিছুদিন আগে অজানা পাঁচ খেলছি। ব্লগ ভাসাইয়া পোষট দিছে সবাই। আসেন এইবার নামকরণের সাথকতা বিচার করি। আপনি কেন আসল নাম ছাইরা ব্লগে ছদ্দ নাম নিছেন তার তিনটা কারণ দিয়া পোষ্ট মারেন। বাকীরা নামকরণের সাথকতা বিচার করবো।

এতে দুইটা লাভ আছে। আপনার একটা ফাও পোষ্ট হইলো আর হিটও বাড়লো। আর যারা আসল নাম দিছেন তারা অভিবাবকের সাহায্য নেন। নিজেরে দিয়া শুরু করি। আমি কেন বাপ দাদার খানদানি নাম বাদ দিয়া "ভাসমান" নাম নিলাম? কারণ: 1.এই পৃথিবীটা সৌরজগতে ভাসতাছে।

আমি পৃথিবীর ভেতর আছি। সুতরাং গাণিতিক হিসাবে আমিও ভাসতাছি। 2.একসময় আছিলাম দেশে এহন আছি লন্ডনে। হেরপর কই যামু ঠিক নাই। নদীতে নৌকা যেমন ভাইসা একুল থেইক্যা অন্যকুলে যায় আমিও সেইরকম।

নৌকার মত ভাইসা চলি। 3.কোন একখান থেইক্যা ভাইসা এই পৃথিবীতে আইছি। আবার ভাইসা হেইখানে যামুগা টাইম ফুরাইলে। এইবার আপনেরা আমার ভাসমান নামকরনের সাথকতা বিচার করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.