আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহ্যের কুস্তি খেলা

সুনামগঞ্জের ভাটি অঞ্চলের ঐতিহ্য আর সম্প্রীতির কুস্তি খেলায় দর্শকদের ঢল নেমেছিল বিসিক মাঠে। গতকাল দুপুরের পর শহরের বিসিক মাঠে আয়োজিত এ কুস্তি খেলায় অংশ নেন পৌরসভার জলিলপুর ও সদর উপজেলার শাখাইতি গ্রামের শতাধিক খেলোয়াড়।

চিরায়ত রীতি মাফিক মুখে মুখে ছড়িয়ে পড়ে প্রতিযোগিতার খবর। দুপুরের পর থেকে বিসিক মাঠে সে াতের মতো আসতে থাকেন কুস্তি-প্রিয় মানুষ। আয়োজক গ্রাম জলিলপুরের লোকজন জানান, গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে দিনক্ষণ ঠিক করে ভ্রাতৃপ্রতিম শাখাইতি গ্রামের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়েছিল কুস্তি লড়তে।

রীতি অনুযায়ী আমন্ত্রিত গ্রামের খেলোয়াড় ও দর্শক মিলিয়ে দুই শতাধিক মানুষ শুক্রবার রাতে অবস্থান নেন জলিলপুর গ্রামে। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে থাকার ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। গতকাল দুপুরের পর প্রায় অর্ধ লাখ দর্শকের উপস্থিতিতে দুই গ্রামের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় তিন পর্বের কুস্তি খেলা। খেলায় স্থানীয় রীতি অনুযায়ী পর্যায়গুলো হলো পনুয়া, ছানি ও দাগা। এর মধ্যে 'দাগা' পর্বের খেলাকে দেখা হয়ে থাকে দুই গ্রামের মর্যাদার লড়াই হিসেবে।

'দাগা' পর্বে যেসব খেলোয়াড় অংশ নেন তাদের বলা হয় 'মাল'। তিনজন নিরপেক্ষ 'আমিন' প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করেন।

শুক্রবার দুপুরের পর বিসিক মাঠে জলিলপুর ও শাখাইতি গ্রামের শতাধিক খেলোয়াড় 'পনুয়া' ও 'ছানি' পর্বে অংশ নেন। 'দাগা' পর্বে অংশ নেন আটজন 'মাল'। এদের মধ্যে জলিলপুর গ্রামের কামরুল মাল ও শাখাইতি গ্রামের ট্রাক মাল ছিলেন মাঠের প্রধান আকর্ষণ।

চূড়ান্ত পর্যায়ে দর্শকদের মুহুর্মুহু করতালি আর উল্লাসের মধ্যদিয়ে মাঠে নামেন কামরুল মাল ও ট্রাক মাল। প্রায় পাঁচ মিনিটের আকর্ষণীয় লড়াইয়ের একপর্যায়ে জলিলপুর গ্রামের কামরুল মাল ধরাশায়ী করেন শাখাইতি গ্রামের ট্রাক মালকে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওহিদুর রহমান সুফিয়ান, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আহমদ, পৌর কাউন্সিলর লিটন আহমদ প্রমুখ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.