আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধাঞ্জলি:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আর দু'দিন পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য প্রভাত ফেরীর ঢল নামবে। দেশ-বিদেশের বাঙ্গালীরা একএিত হবে শোক, শক্তি ও অহংকারের এক অপূর্ব মিলনমেলায়। আজ শ্রদ্ধাঞ্জলি জানাই [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/2538]আমার বাবার প্রতি[/লিংক] যিনি একজন ভাষা সৈনিক হিসেবে বায়ান্নোর ছাএ আন্দোলনে যোগ দিয়েছিলেন। না, তিঁনি কোন ছাএনেতা ছিলেন, ছিলেন একজন সাধারণ ছাএ। আর সবার মতো ভাষার জন্য সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যোগ দিয়েছিলেন।

এ নিয়ে তিঁনি গর্বিত। গর্বিত আমি নিজেও তাঁর জন্য এবং তাঁর মতো আরও হাজারও ছাএ-জনতার কাছে যারা মায়ের ভাষাকে রক্ষা করার জন্য সাহসের সাথে এগিয়ে এসেছিলেন। বাবা এ নিয়ে নিজেকে খুব একটা প্রকাশ করেন না। পএ-পএিকা আর বাংলা একাডেমীর সৌজন্যে তাঁর বেশ ক'টা লেখা বেরিয়েছিল। ভাষা সৈনিক গাজীউল হকের সাথে দু'একবার সেমিনারেও যোগ দিয়েছিলেন স্মৃতিচারণ করার জন্য।

ব্যস, এতোটুকু পর্যন্ত। তাঁর প্রচার বিমূখ মনন আমাকে ভীষণভাবে আলোড়িত করে। এক ধরণের সাহস ও শক্তি খুঁজে পাই আমার বয়োবৃদ্ধ বাবার কাছে। যতোদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, ততোদিন বেঁচে থাকবেন আমার বাবা। আজ সকালে তাঁকে জানাই আমার শ্রদ্ধা।

শ্রদ্ধা জানাই সকল ভাষা সৈনিকদের প্রতি। যদি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হয় ভাষা সৈনিকদের আত্মত্যাগকে, তাহলে অবশ্যই একে [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/অফফধ/ঢ়ড়ংঃ/2680] বাৎসরিক আনুষ্ঠানিকতা[/লিংক] থেকে মুক্তি দিতে হবে। তাই আজ প্রণতি জানাই যারা প্রিয় বাংলা ভাষার চর্চা করেন, একে জনপ্রিয় করেন, এর প্রকাশ দিয়ে আমাদের মনন ও বোধিকে আলোকিত করেন । একুশকে যারা প্রতিদিন লালন করেন অন্তরে ও বাইরে বাংলা ভাষার সযত্ন প্রকাশে তারা সবাই আমাদের সময়কালের ভাষা সৈনিক। তাদের জন্যও রইল একডালা শ্রদ্ধাঞ্জলি....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।