আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধাঞ্জলি

কাউকে উপকার করো না, তাহলে সে অপকার করতে পারবে না।

হে আমাগোর কইজ্জার টুকরা,
তোমার নাগাল সহজ-সরল ভালা মানুষ আমাগোর চিয়ারম্যান অইছাও হেজন্তে আমরা খুউব খুশি অইছি। আল্লাহর ঠ্যান আজার শুকুর। খ্যামতায় বইয়াই তুমি আমাগোর চইরা গরীব মানুষগোরে অবস্তা নিজের চোইখে দ্যাকপার আইছাও হেজন্তে আমরা খুশির ঠ্যালায় ফাইটা পরবার নাগতাছি। তোমারে দেইখা আমাগোর কইজ্জা ঠা-া অইয়া গ্যাচেগা।

তোমার জোন্তে আমগোর বালুর চরের উপুর দিয়া আইচকা খুশির তুফান বইয়া গ্যাতাছে।

হে আমাগোর আন্দার ঘরের চ্যারাগবাতি
তুমি হারা ভূঞাপুরের চ্যারাগবাতি। তুমি ভূঞাপুরডারে হলোক কইরা ফালাইছাও। চিয়ারাম্যান অওনের হাতে হাতে ভূঞাপুরের ন্যাহাপড়ার খালি উন্নতিই অইতাছে। নকল কইরা পরীক্ষা দেওনের দিন ফুরাইয়া গ্যাছেগা।

এ্যাহন জানি ব্যাবাক ইশ্কুলেই বালা কইরা ন্যাহাপড়া করার হেমুহি তুমি খিয়াল আইকো। জ্যাঠাই জ্যাঠাই ইশকুল নাই, পোলাপানের ন্যাহাপড়ার ব্যবস্তা নাই, হ্যাটাই হ্যাটাই তাগোরে ন্যাহাপড়ার ঠিকঠিকানা কইরা দিও। আমাগোর গরীবচরের উলীপাড়া ইশকুলডারে হরকারি কইরা দিও। আমগোর ইশকুল ঘরের ব্যাড়া আর কিছু আসবাবপত্র দিও।


হে মহান জনর্দদি,
তুমি তো কিরিষকের পোলা।

আমাগোর জমাজমির খাজনা দিবার পারি না। ব্যাবাক জমি নিলাম অইয়া গ্যাতাছেগা। তুমি আজস্ব অফিসারের কইয়া আমাগোর জমাজমির খারিজ কইরা দিবার ব্যবস্থা কইরো। হরকারের ঠ্যান কইয়া চইরা-বিরা খাজনার ডিফারেন কইরা দিও। বাইষ্যা আইলেই চরদ্যাশ গুপ্পুত কইরা তলায়া যায়গা।

ঘরবাড়ি ভাসায়া নিয়া যায়গা। হেজন্তে চইরাগোরে মিহি অ্যাজালা নজর আইকো।

হে আমাগোর ম্যাজবান,
তুমি ম্যালা কষ্ঠ কইরা আমাগোর দ্যাকপার আইছাও। আমরা ব্যাবাকেই গরীব। তোমারে কিছুই দিবার পাইলাম না।

খালি খোদার ঠ্যান দোয়া কইরা দিলাম, খোদা তোমার জানি ভালাআলে কাম করবার দেয়। তোমার পিণ। ডা জানি ভালা থাকে। ম্যালা দিন বাইচা থাইকো। সারা দ্যাশে তোমার সুনাম ছড়াইয়া যাইক।

আমিন।
ইতি- জুঙ্গীপুর-উলিপাড়া গ্রামের জনগণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।