আমাদের কথা খুঁজে নিন

   

লিখে যাও, কথা বল, শব্দ হীণ বেদনায়

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

কি কথা বল? কি কথা বল, জানি না। বিয়ারের সাদা ফোয়ারায় ঘুমোয় শব্দেরা। বরং লিখে রাখ শব্দ হীণ কথা। পাতায় হোক বা জলে।

হরিন ছুটে যায়। জল খেতে ভয় লাগে। তাই কেবল বিয়ার। আর পাড়ে থাক, শব্দেরা আপাতত কিছুদিন। তোমার বেদনার সাথে।

শব্দের বিদায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।