আমাদের কথা খুঁজে নিন

   

আমি মৃত্যু গ্রহণ করি

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

এক. তোমার প্রথম স্পর্শ অধরে আমার এঁকেছিলো এক জীবন ধোঁয়ায় সুখ আহরণ। তোমায় ঘৃণা করতাম। শপথ ছিলো করবো না গ্রহণ ধোঁয়াবিহীন জীবন-যাপন। ভালোবাসতাম কিনা জানি না। হয়তো, কারণ- করেছিলাম গ্রহণ অসহ্য একাকীত্বের প্রহসণ।

আজও তোমায় ঘৃণা করি; একটাই কারণ- শপথের ভাঙন বিবেকের নিঃশব্দ দংশন। আবার শুরু ভালোবাসার তোমার আমার; সুখকর নির্বাসন দুঃসময়ের অহেতুক জ্বালাতন। তুমি ক্ষতিকর ছিলে, কী ক্ষতি করেছো আমার পাই নি খুঁজে! পৃথিবীটা আজও ধোঁয়াময়। তাই বদলে গেছে তোমার সংজ্ঞা, দূষিত পদ্মা-মেঘনা-যমুনা, গঙ্গা আজ তুমি মৃত্যু ঘটাও শ্লোগানে মুখরিত আমিও মৃত্যু খুঁজি, তাই তোমায় আমি গ্রহণ করি। দুই. চাই না ক্লিওপেট্রার মতো এক দংশনের মরণ নেই হেমলকের প্রয়োজন।

বিষের বিষ তুমি, তিলে তিলে বেড়ে উঠা দেহ ক্ষয়ে যাক তেমনি। পরিবর্তিত তোমার শ্লোগান, পরিবর্তিত এ আমার মন; তুমি মৃত্যু ঘটাও আর আমি তোমায় করি গ্রহণ। ============================== ২০০৭ এর ৪৩-তম দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.