আমাদের কথা খুঁজে নিন

   

২০শে জুমাদাল উখরা শরীফ দিবসটি পালন করা সকলের জন্য ঈমানী দায়িত্ব

অবাক দুনিয়া !! ২০শে জুমাদাল উখরা শরীফ দিবসটি এতোই পবিত্র এবং সুমহান যে, যিনি স্বয়ং সমস্ত মুসলমানদের ঈমান তথা সারা কায়িনাতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, যিনি সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, উম্মু আবীহা হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম যিনি সারা নারীকুলের সাইয়্যিদা যিনি হচ্ছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কলিজার টুকরা, লখতে জিগার হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি এই দিবসেই পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। অর্থাৎ যমীনে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে যে, উনার মুহব্বত হচ্ছে ঈমানের মূল। অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে যে, যে ব্যক্তি হযরত যাহরা আলাইহাস সালাম উনার সাথে বিদ্বেষ পোষণ করলো সে মূলত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথেই বিদ্বেষ পোষণ করলো। নাঊযুবিল্লাহ! আর হযরত যাহরা আলাইহাস সালাম হচ্ছেন আওলাদে রসূল উনাদের মূল অর্থাৎ উনার মাধ্যমেই উনাদের ধারাবাহিকতা জারি রয়েছে। সুবহানাল্লাহ! কাজেই ঈমানের দাবি হলো উনার সন্তুষ্টি অর্জন করা। মহান সন্তুষ্টি অর্জন করার এক বিশাল মাধ্যম হলো এই দিবস উনার ছানা-ছিফত মুবারক আলোচনা, ফাযায়িল-ফযীলত, মীলাদ শরীফ, ক্বিয়াম শরীফ এবং উনার আওলাদ তথা বংশধর উনাদের বিশেষ খিদমত করা, বিশেষ হাদিয়া প্রদানের মাধ্যমে খুব জওক-শওক-এর সাথে, জযবার সাথে এই ২০শে জুমাদাল উখরা শরীক দিবসটি পালন করা, উদযাপন করা। আর এই জযবা, মুহব্বত উনার প্রতিফলন উনার বিকাশ তখন ঘটবে, যখন উনার খাছ আওলাদ মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার পাক খিদমতে আত্মনিয়োগ করা যাবে। মহান আল্লাহ পাক তিনি আমাদের সেই তাওফীক দান করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.