আমাদের কথা খুঁজে নিন

   

ফিরিয়ে দাও আমাদের আড্ডাস্থল

ইসু্যভিত্তিক আন্দোলন

গ্রাম থেকে শহরে আসার পর থেকে আড্ডা দিতে শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর মোড়ে। প্রতিদিনের কাজ শেষে এ মোড়ে আড্ডাটা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিলো। ব্লগের অনেকেই ছিলো আমার আড্ডার সঙ্গী। অনেক কথা হতো তাদের সঙ্গে। আজ কে কী কাজ করলো, কাল কী করবে, কার বউয়ের (প্রেমিকা) কী খবর ইত্যাদি ইত্যাদি।

কিন্তু সব আড্ডার কেন্দ্রস্থল কিন্তু নজরুল ভায়ের পান সিগারেট আর মানিকের চায়ের দোকানকে ঘিরে। কিন্তু সব শেষ হয়ে গেলো এক দুপুরে। কী হয়েছিলো সেদিন! জানতে চান? শহরে কাজ শেষে রাতে বিনোদপুরে ফিরে চমকে যাই। একি অবস্থা আমাদের বিনোদপুরের। সব ফাঁকা খা খা করছে।

অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সেদিন দুপুরে ভেঙে ফেলা হয়েছে নজরুলের পান সিগারেটের ও মানিকের চায়ের দোকান। কিন্তু রাস্তা থেকে অনেক দুরে হওয়ার পরেও কেন ভেঙে ফেলা হলো আমাদের আড্ডার স্থলটি। আমরা আবার ফিরে পেতে চাই আমাদের আড্ডাস্থল। কিন্তু কিভাবে পেতে পারি জানা নেই। এখন আড্ডা হয়-তবে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের ওপরে বসে।

তবে এখন আড্ডা জমে ওঠেনা মানিকের চা আর নজরুলে ভায়ের সিগারেটের অভাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.