আমাদের কথা খুঁজে নিন

   

সিনেমা - নাইট অ্যাট দ্য মিউজিয়াম

সব অভিমান আকাশের চেনা চেনা..

কেএল এ ফিরে অনেকদিন পর মুভি দেখতে গেলাম আজকে। দেখব, নাইট অ্যাট দ্য মিউজিয়াম। প্রচুর প্রসংশিত হয়েছে এ ছবিটা। মাশীদ তে াআমাকে বাদ দিয়ে দেখেই ফেলল। আজ তাই মিডভ্যালী জিএসসিতে চলেই গেলাম।

গিয়ে দেখি রাত 12টায় নেক্সট শো। জেদ করে আবার 4গুন পয়সা দিয়ে গোলডেন ক্লাসে টিকিট কিনলাম। গোলডেন ক্লাসে সোফায় বসে মুভি দেখা যায়, ভীড় কম। হলিউডী মুভিতে কাহিনী মন্দা যাচ্ছে ইদানিং। এই ছবিতে বেন স্টিলার না থাকলে যেতাম না দেখতে।

বেনকে ঢুকিয়ে ভালো হয়েছে। ডিক ভ্যান ডাইক শো দেখাতো বিটিভিতে। সেই ডিক ভ্যান ডাইক অভিনয় করেছেন বুড়ো দারোয়ানের চরিত্রে। বাড়তি পাওনা রবিন উইলিয়ামস। গল্পটা ল্যারীকে (বেন) নিয়ে।

কাজের খোজ করতে করতে মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরীতে দারোয়ানের চাকরী পায় সে। আর সেই মিউজিয়ামে রাত্রিবেলা প্রাণ ফিরে পায় সব একজিবিট! কাহিনীর বুনট, রোমাঞ্চ আর স্পেশাল ইফেক্ট মন কাড়বে সবার। পুরোটা সময় মন আটকে রাখা ছবি । পারলে কালকেই দেখে ফেলুন। তবে ফ্যান্টাসীভক্ত না হলে দেখাটা অর্থহীন!!! আইএমডিবি রেটিং: 6.5/10 ইয়াহু মুভিজ রেটিং: বি [link|http://www.apple.com/trailers/fox/nightatthemuseum/trailer_small.html|


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.