আমাদের কথা খুঁজে নিন

   

নতুন শোক, মিথিলা

বন্ধুদের নিয়ে বাঁচি

ব্রাত্য রাইসু,রাকিব হাসনাত সুমন, মাহবুব মোর্শেদ ,এবং ইলেকশন কমিশনের কর্মকতর্া মাসুদ বুলবুল ছাড়া এই ব্লগের কাউকেই ব্যাক্তিগত ভাবে চিনিনা। তাও মাসুদের সঙ্গে আমার মুখোমুখি পরিচয় নেই । আমি তাকে চিনি । সে আমাকে চিনেনা। রাইসু ভাই ,মাহবুব মোর্শেদ ব্যাক্তিগত ভাবে আমাকে খুবই স্নেহ করেন।

সুমন আমার এক সময়ের কলিগ এবং আমরা খুবই ঘনিষ্ট বন্ধু। ব্লগে ওরা আমাকে চিনেননা। এসব বলছি একারণে যে,ব্যাক্তিগত ভাবে এই চারজনকে চিনলেও ব্লগের অনেকের প্রতি টান ফিল করি এখন। তিমুর,অমি রহমান পিয়াল,কৌশিকসহ কয়েকজনকে লেখার জন্য শ্রদ্ধা করতে শুরু করেছি। উদ্দেশ্যপূর্ন লেখার জন্য ফজলে এলাহী এবং ত্রিভুজের ওপর বিরক্তি জমলেও ,তাদেরকেও ঘনিষ্ট মনে হয়!চোর,মাহবুব সুমন, রাসেল........,অনভূতি শূন্য কেউ একজন ...কত জনের নাম বলবো ,খুব পরিচিত,ঘনিষ্টজন মনে হয়।

যারা একাধিক নিকে আবোল তাবোল কমেন্ট করেন তাদেরও ভালো লাগে। আমার ব্যাক্তগত বন্ধুর চেয়ে ব্লগে টানফিল করি এমন বন্ধুর সংখ্যা বেশি। মিথিলার মৃতু্যর খবরে আমার এই লেখাটি শুরু করতে তাড়িত করেছে। লেখার এই পযর্ায়ে তা কিছুটা সংবরণ করতে পারছি। মেয়েটার সঙ্গে আমার কোন পরিচয় না থাকলেও,তার কোন লেখাও খেয়াল করিনি ;তবুও খুব মায়া হচ্ছে তার জন্য ।

আচ্ছা কৌশিকভাই,সামহোয়্যার ইনে প্রকাশিত লেখা নিয়ে যে বইটা করার উদ্যোগ নিয়েছেন সেটা মিথিলাকে উৎসর্গ করা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.