আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা 1989 ।। স্যানাটোরিয়াম

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

স্যানাটোরিয়াম 3. সাইকোলজিস্টরা এক একটা গন্কেইস। নিজেরাই রোগী। আমার বিশ্বাস হয় না।

বরং নার্সদের ছেলেদের সঙ্গে কোনোদিন প্রেম করি নাই। কীভাবে বলি। যখন কেউ জিজ্ঞেস করে না। বায়ুসেবনের উদ্দেশ্যে নার্সরা হেঁটে যায়। আমি তাদের সামনে গিয়ে দৌড়াই।

সমানে চিৎকার করি, 'আমি কিন্তু আপনাদের কারো ছেলের সঙ্গে কোনোদিন প্রেম করি নাই। ' তারা খুব মন দিয়ে শোনে। বলে, 'হ্যাঁ, ওই যে দৌড়াচ্ছেন। উনি কিন্তু আমাদের কারও ছেলের সঙ্গে কোনোদিন প্রেম করেন নাই। '


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.