আমাদের কথা খুঁজে নিন

   

সুখের খাতা, ব্যথার খাতা /অন্য আকাশ



[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] সুখের খাতা, ব্যথার খাতা [/আন্ডার] [/রং] অন্য আকাশ সুখের খাতায় যে নাম তোমার -'নীল' রঙে জ্বলজ্বলে- ব্যথার খাতায় সে নাম লুকাই- 'সাদা'র অন্তরালে। তোমার দেওয়া দুঃখগুলো লুকিয়ে রেখে দূরে- অনন্তএক আড়াল দিলাম- হৃদয় অন্তঃপুরে। জানলো সবাই- খুব রেখেছো- সুখের সিংহাসনে মাঝ রাত্রির চন্দ্র জানে-কী ব্যথা দাও- প্রাণে! তোমার দেওয়া ব্যথার সাগর সঙ্গোপনে শুষে সুখের কথাই খুব লিখেছি- কষ্ট কালির শীষে। জানলো শুধু অন্য আকাশ-জানলো নীলের নদী তোমার দেওয়া কষ্ট কাঁদায়- প্রবল, নিরবধী !


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।