আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়্যারে সালতামামী 2006

সযতনে খেয়ালী!

দেখতে দেখতে কেটে গেলো 2006 বছরটা। আরতো দুটা মাত্র দিন, তারপরই নতুন সূর্যোদয়ের সাথে সাথে আমরা চলে যাবো আরেকটা নতুন বছরে। নতুন খাতায়, নতুন পাতায় বিচরণ হবে আমাদের, পেছনে মন খারাপ করে পড়ে থাকবে 2006 এবং এর দিনগুলো। কী করা সেতো তার সীমানার বাইরে যেতে পারে না ঠিক রূপকথার রাক্ষসের সেই সীমানা মেনে চলার মতো! তো কেমন ছিলো 2006? কী পেলাম, কী ছারলাম সেই হিসেব করে নষ্ট করার মতো সময় বেইল আমাদের হাতে নেই। সর্বমোট 365টা দিনের অনেকগুলো দিন কেটে গেছে কাজে, কর্মে, কিংবা দুনিয়ার সবচাইতে বোরিঙ কাজ পড়াশুনায়-রোগ ভোগে! এ নিয়ে মোটেও মাথা ব্যাথা নেই আমাদের সালতামামীর আয়োজনে। আমরা চিন্তা করবো এর ঠিক বাইরের দিন গুলো, যখন নিজেকে নিজের মতো করে পেয়েছি, নিজের মতো করে ভেবেছি, নিজের মতো করে সাজিয়েছি। নিজের একান্ত মুহুর্তের অনুভূতিগুলো জোড়া দিলে নেহায়েৎ কম কিছু হবে না বৈকি! তাহলে এভাবেই বরং করি আমরা "সালতামামী-2006"। ফ্ল্যাশব্যাক করে পিছন থেকে ছেঁকে তুলে আনি নিজের সেরা সময়গুলো আর তুলে ধরি তা ব্লগের পাতায়। সামহোয়্যার ভরে উঠুক আমাদের আনন্দে ভরা কথনে...। এসেছে গানের দিন, এ লগনো আনন্দ বিলাবার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.