আমাদের কথা খুঁজে নিন

   

খেলুড়ে বালক -২

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

খেলুড়ে বালকের আবার শখ হয়েছে, সে খেলবে। আজকাল খেলোয়াড়দের ডোপ টেস্ট হলেও, খেলুড়ে দের হয় না। আমাদের জাতীয় খেলুড়ে ঠিক করেছেন এবার গণতান্ত্রিকভাবে খেলবেন। এর আগে প্রচুর খেলেছেন সেসব স্বৈরতান্ত্রিক খেলা। ভীষণ লজ্জিত তিনি, এহেন খেলা আগে খেলেছেন বলে। এবার তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে শাপলা ফুল খচিত চেয়ারে বসে খেলবেন। জন এফ কেনেডী সাহেব নাকি চেয়ারে বসে খেলতেন(শোনা যায়)। আসুন ট্যাক্সের টাকায় আমরা খেলুড়ে কে বর্ধক কিনে দিই, নিরোধে অপচয় বাঞ্ছনীয় নয়। আসুন গণতান্ত্রিক খেলা উপভোগ করি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।