আমাদের কথা খুঁজে নিন

   

খেলুড়ে বালক -1

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

রাজা রিচর্াড দ্যা লায়ন হর্াট যুদ্ধে যাবেন। সব প্রস্তুত। যাবার আগে উজির কে ডেকে সব বুঝিয়ে দিলেন। নগর রক্ষার দায়িত্ব তোমার, রাণীকে দেখে রাখবে। একটা চাবি হাতে দিয়ে বললেন এটা চেসটিটি বেলটের (অনাহুত উপগমন রোধকারক) চাবি, আমি মারা গেলে এটা রাণীকে দিও , এবং তাঁকে বলো সে স্বাধীন সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে। উজির মাথা নেড়ে সায় দিলেন। পরদিন ভোর বেলা যুদ্ধের ময়দান, কে যেন ছুটে আসছে । কাছে আসতেই দেখা গেল উজির। কি ব্যাপার তুমি এখানে কেন, নগর অরক্ষিত রেখে? উজির বলল, '' হুজুর আপনি ভুল চাবি দিয়েছেন।''


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।