আমাদের কথা খুঁজে নিন

   

জীবন বটি কাবাব



জীবন কণিকা এবং বটিকায় ব্লগতল একাকার। কণা শব্দটি বেশ শ্রুতিমধুর, বটিকা শব্দটির মধ্যে বটি কাবাব ভাব আছে। এক র্অথে এটা ভাল ই। কারো সাথে কারো সমস্যা হলেই বটি কাবাব বানানো, তাতে সব পক্ষেরই লাভ। কার উদরপর্ূতি তো কারো মনের সুখ লাভ।

কিন্তু এই পাঞ্জেরী গাইড মানের বটিকা/কণিকা দিয়ে জীবন আমূল বদলে দেওয়া কি সম্ভব? যা হোক দাশুর এসব ভাবিয়া কাজ নাই। দাশুঅদ্য সকালে প্রাতকালীন খবরের কাগজে দেখিয়াছে, বংশবদ বদমায়েশ এরশাদ ভাবীর আঁচল ছাড়িয়া , আপামণির আঁচলতলে আশ্রয় লইয়াছে। উনার বিবি দুইজন দুইদিকে কাঁহা কাঁহা রব তুলিয়াছে। একটা বিষয় আপনারা লক্ষ্য করিলে দেখবেন এই ব-দ্্বীপের সমস্ত বেজন্মা র্নিবাচন আসিলেই দলে দলে ভাগ হইয়া হজ্জ্ব করিতে যায়, জোট গঠন করে এবং মুখে নতুন আট আনার চাকচিক্য সম্বলিত একখানা হাসি ঝুলাইয়া রাখে। প্রতিবারই কিছু নতুন দলের উম্মেষ হয় এই দেশকে আমূলে পালটাইয়া দেওয়ার জন্য, তবে যারা এই নিমকহারামী খেলায় জেতেন তারা দেশকে বরং সমূলে পালটাইয়া দেন।

আরো হাস্যরসের ব্যাপার হইল , এই বি. এন. পি , আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পর্াটি এই চারটি ভ্যাবদা শুয়োরের কোনটির পাছা র্সবাপেক্ষা মোটা কে কার অপেক্ষা কতখানি কম ঘোঁৎ ঘোঁৎ করে সেটাই মূখ্য হয়ে দাঁড়িয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.