আমাদের কথা খুঁজে নিন

   

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি প্রবীন কিছু মানুষ আজও স্মৃতি হতে বলে যায় কথা... শুনছি পড়ছি তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা হতে জাতি হিসাবে আমাদের গৌরবের কথা ... পত্রিকার পাতায় ..টিভির চ্যানেলে চ্যানেলে। একটা বিশেষ বৈশিষ্ঠ্য লক্ষ্য করলাম তাদের কথায় ...তারা সেদিন সবাই স্বপ্ন দেখেছিল ... আশার শিকল কষ্ট করে হলেও বুকে জড়িয়ে নিয়েছিল। ধূলো--দেশমাতার ধূলো ছুঁয়েছিল প্রাণে প্রাণে। তাই তারা আজও আশা রাখেন প্রাণন্ত...আজও স্বপ্ন দেখেন ....আমারা পরবর্তী প্রজন্ম কেন পারিনা সেই রূপ আশা রাখতে? আশা... হ্যাঁ কোটি মানুষের আশা আর স্বপ্নের ফসলই তো আজকের আমাদের স্বাধীনতা। তাঁরা আশায় অনঢ় ছিল।

সামনে এগানোর সাহসিকতায় অকুতভয় ছিল। সেই বিক্ষুদ্ধ পরিস্থিতিতে ...সেই পাকিস্থানী পটভুমির বিভীষিকাময় পরিস্থিতে , করুন শোষন নির্যাতন এর মাঝেও তারা স্বপ্ন দেখতে পেরেছে, যুদ্ধ করতে পেরেছে। আনতে পেরেছে দেশের জন্যে সবচেয়ে মহৎ প্রাপ্তি-স্বাধীনতা। আর আজ স্বাধীন দেশ , তবুও আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আশায় জাগ্রত হতে দ্বিধায় ভেসে যাই। এমনই পরিস্থিতির জাল বিছানো হয়েছে, হায়রে! কিন্তু আশা আর আশা দরকার ..না হলে দ্বিধার সাথে কালের অতলে ভেসে যাব আমারাও কোন একদিন।

আশা লাগবে আশা ...স্বাধীন মায়ের আঁচলের ছেড়াফাঁটা বন্ধ করতে। স্মৃতি... হ্যাঁ যাদের মনজুড়ে ভাষা আন্দোলন এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের নয়মাস ও মহান বিজয় এর স্মৃতি তারা আজ অনেকই নিজেরাই হয়ে গেছে স্মৃতি। জীবিত বেশীর ভাগই বয়সের মহাসত্যে সায়াহ্ণে। কিন্তু কর্মঠ আমরা তারুন্য আর যৌবনোদীপ্ত রা। যাদের নেই সেই সময়ের স্পষ্ট স্মৃতি।

আছে পরবর্তীকালে ঘটে যাওয়া সেই সব ঘটনার স্মৃতি যা ঘটার কথা ছিলনা এমন একটি দেশপ্রেমী অকুতোভয় জাতির জন্যে। কিন্তু ঘটেছে। সেই সব স্মৃতি কি শেখায় নি আমাদের আমাদের ভুলের কারন। অবশ্যই। তবে কেন আমরা ভুলে যাই? লজ্জা... হ্যাঁ লজ্জা তো লাগবেই।

নিজেরা নিজেদের হত্যা করছি নিয়ত, তাও আবার দেশপ্রেমের ধূয়ো তুলে। দূর্নীতির অন্যতম শীর্ষ দেশ আমার সোনার বাংলাদেশ। মিথ্যে বুলির সত্য আহাজারির সুচতুর পারঙ্গমতা আমাদের জনে জনে। কাল বিজয় দিবস ..ওদিকে টিভিতে দেখি স্বাধীনতা নিয়ে আলোচনা সভা করছে মুক্তিযুদ্ধ বিরোধী দল, ঠিক বিরোধী হলে অতটা আতে লাগত না বরং প্রকৃত পক্ষে মুক্তিযুদ্ধের সময় বেঈমানী কারী ...স্বজাতি র ইজ্জত সম্মান , প্রাণ লুণ্ঠন কারী দল। হায়রে ! কি লজ্জা! গনতন্ত্র রক্ষার বার যাদের হাতে তুলে তুলে দেই আমরা তাদের মনের কোণে লুকানো বিশ্বাসের তন্ত্রে গন মানে জনগণ আছে কিনা ভাবতে ভীষণ খটকা লাগে।

থাকলে কি আর নির্বাচন নিয়ে এত সমস্যা হয়! আসলে জনগণ কোন ব্যাপারই না শাসক দলের কাছে। এত বলাও ঠিক হচ্ছেনা। লজ্জার নিজের কাছে আরও বেশী। কিছুই করতে পারিনি আজও তেমন একটা দেশের জন্য...মাথা নিচু করে তাই আমি ভীষণ লজ্জিত বিজয়ের ৩৫ বছর পরেও। ঘৃণা... হ্যাঁ , ক্ষমা করা হয়েছে।

তাই বলে দেশের শত্রুদের অপরাধের কোন শাস্তি হবেনা? প্রতিবেশী মেয়েটাকে যুদ্ধের সময় ধরে নিয়ে তুলে দিল যারা পাক সেনার নষ্ট হাতে ...তাদের কে কেন ঘৃণা করবনা? ঘৃণা ঘৃণা ...ঘৃণা তাদের প্রতি তাদের কাজের প্রতি। ঘৃণা আজ যারা তাদেরই মত পথের অনুসারী। প্রত্যক্ষ শত্রু অনেক ভালো পরোক্ষ শত্রুর চেয়ে। আজ যে বেশীর ভাগ পরোক্ষ শত্রু। আলোচনা... আগের পোষ্টে ছিল।

আবারও বলছি। আজকাল আলোচনা খুব বেশী। খুবই ভালো...আলোচনা ..বক্তব্য উঠিয়ে আনবে বেশী বেশী...জানার বোঝার পরিধি বারাবে নিশ্চিত...জাগাবে আশা ...। দেখি না আলোচনা কোথায় নিয়ে যায়...সমাধান পাবার ইতিহাস তো আমাদের অজস্র। বিজয় দিবসের এই লগ্নে বসে আলোচনা আরও ফলপ্রশু হক ...সেই আলোচনার কামনা করি।

স্বপ্ন... হ্যাঁ ..আমারা স্বপ্ন দেখি । কোন অবাস্তব স্বপ্ন কিন্তু নয়। আমার ভাবিনা একদিনে দেশ আমার সব সমস্যা মুক্ত হবে। কিন্তু সমস্যা সমাধানের যথার্থ ,বাস্তব মুখী ও দেশপ্রেমী কর্মকান্ড চলবে - সে স্বপ্ন দেখতেই তো পারি। এত মানুষেন এত সুন্দর সুন্দর স্বপ্ন কোনদিন কোন দুর্জন দুষ্টু রুখতে পারেনি।

এখন কেন পারবে? স্বপ্ন দেখি তাই শান্তি আসবেই। কিন্তু কবে? ভয়... ভয় যে আমাদের পিছে ছায়া হয়ে গেছে। এমন কেন হলো দেশে। ভয়কে মৃত্যুর দোরে ঘুরিয়ে আনতে হবে। দেখিয়ে আনতে হবে ১৬ ডিসেম্বরের বিজয়ের উল্লাস।

পারব কি? স্মরণ... হ্যাঁ , আসুন আমরা আজ বিজয়ের এই ক্ষণে সশ্রদ্ধার সাথে অন্তত একবার হলেও স্মরণ করি সেই সব শহীদদের যারা নিজেদের প্রাণের বিনিময়ে দিয়ে গেছে স্বাধীনতা। যাদের জন্যে আজ অন্তত বলতে পারি আমি স্বাধীন দেশের বাসিন্দা। ভালবাসা... হ্যাঁ , দেশকে ভালবাসি ....ভীষন ভালবাসি। কেন বাসবনা। এ যে আমার আরেক মা।

মাকে যেমন ভালোবাসি দেশেকেও তেমনি বাসা উচিৎ। তাই না। প্রতিক্ষণে মুগ্ধ হয় যে দেশের মাটি , ধূলো , নদী জলে ...তাকে তো ভাল বাসবই। আসুন চিৎকার করে বলি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রাক্কালে ........... আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। আসুন এরকবার জোরে একসাথে বলি .... আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

আসুন বারবার বলতেই থাকি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.