আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ ফোনের এক রুবাবা দৌলা বনাম এক কোটি গ্রাহক

ইসু্যভিত্তিক আন্দোলন

গ্রামীণ ফোন মাঝে মাঝে তার সম্মানিত (তাদের ভাষায়) গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। আমরা মাগনা অফার পেয়ে নাচের তালে উঠে যায়। কিন্তু বাস্তবে কি আমরা গ্রামীণ ফোনের যারা গ্রাহক তারা সেই সুযোগ গুলো কি ভোগ করতে পারি? সম্প্রতি গ্রামীণ ফোন তার গ্রাহকদের জন্য 01716 কোড পর্যন্ত আইএসডি সুবিধা দিয়েছে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। যেকোন সময় টেলিফোন থেকে মোবাইলে কল করতে গিয়ে নাকাল হতে হচ্ছে।

কোন কোনদিন তো টেলিফোন থেকে মোবাইলে পাওয়া রীতিমতো যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসার মতো হয়েছে। আজ পত্রিকায় দেখলাম বিজয় দিবস উপলক্ষ্যে গ্রামীণ ফোন 35 পয়সায় এসএমএম করার সুযোগ দিয়েছে। কিন্তু চেষ্টা করে দেখুনতো একটি এসএমএস পাঠাতে কতো মিনিট, কতটা মোবাইলের বাটনে চাপ এবং চার্জের ব্যবহার করতে হয়। গ্রামীণ ফোনের এই অফার গুলোর ফলে একটি গল্প মনে পড়লো। গ্রামের এক চালাক লোক সব সময় মানুষের অমঙ্গল কামনা করে।

সে একদিন ভাবলো গ্রামের সবার সঙ্গে তো আমার দ্্বন্দ্ব। তাই সে বুদ্ধি করলো এই গ্রামের লোকজনের সঙ্গে অন্যদের দ্্বন্দ্ব বাধাতে। সে কী করলো একটি সুন্দরী মেয়ে নিয়ে এসে বললো একে যে ভোগ করতে চাও, সেই পারবা। তখন এলাকার লোকজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেলো কে আগে ভোগ করবে। শেষ পর্যন্ত একজন চানস পেলে আরেকজন এসে তাকে তুলে নিয়ে যায়।

এভাবে চলতে থাকে অনেক সময়। শেষ পর্যন্ত প্রত্যেকের মধ্যে শুরু হলো মারামারি। কেউ আর ভোগ করতে পারলো না মেয়েটিকে। চালাক লোকের ওই গল্পের মতো আমরা গ্রামবাসী। রুবাবা দৌলা গল্পের সেই মেয়ে আর গ্রামীণ ফোন এলাকার চালাক মানুষটি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.