আমাদের কথা খুঁজে নিন

   

নভেম্বর 25 2006

কষ্টের দিনলিপি ... একান্তই নিজের.. কেউ না পড়লে খুশি হই

ভালো লাগছে না কিছছু... মায়াবী রাতে গানটা তুমি পাঠিয়েছিলে... যত্তবার গানটা মনে হয় ... একটা চাপা কান্নায় বুকটা হু হু করে উঠে... সইতে পারিনা... বলতে পারিনা... কেন এমন হয়? সকালে ঘুম থেকে জেগে উঠি তোমার ডাকে... মুঠোফোনের মায়াবী সুর যখন বেজে উঠে... বউটা ডাকছে আমায়... আনিচ্ছা সত্তেও উঠতে হয়... বউ তো... ভালো লাগায় শিহরিত হই বউর ডাকে ঘুম ভাঙ্গায়... আজ বউটা একটাও ফোন করেনি... কষ্টটা এর জন্যই খুবি বেশী... সইতে পারিনা... মনে হয় সবকিছু ভেঙ্গে চুড়ে তছনছ করে দেই... প্রচণ্ড কষ্টে দিন কাটে... দিনের সমস্তটা সময় কষ্টটা গলায় বিধে থাকে... 18.11.06 এই তারিখটা নিয়ে এক সময় লিখব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।