আমাদের কথা খুঁজে নিন

   

আশাবাদী আমি

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সোফায় হেলান দিয়ে, টেবিলে পা উঠিয়ে টিভি দেখছিলাম। নিদির্ষ্ট কোন চ্যানেল না। রিমোর্ট টিপতে টিপতে হঠাৎ পর্দায় খুব প্রিয় একজন মানুষের ছবি দেখে থেমে গেলাম।

চিৎকার করে মা' কে ডাকলাম " তাড়াতাড়ি আসো ..... দেখে যাও, কে আসছে ...... টিভিতে চোর-বাটপারদের ছবি দেখতে দেখতে চোখ শেষ হয়ে গেছে ..... এবার একজন ভালো মানুষ দেখে যাও"। আমি পা নামিয়ে বসলাম। টেবিলে পা উঠিয়ে ওনার সাক্ষাৎকার দেখাটা ঠিক হবে না। অভিনেতা আলী যাকের ওনার সাক্ষাৎকার নিচ্ছেন। প্রচন্ড আশাবাদী, স্বপ্নদর্শী একজন মহান মানুষ।

যার মুখ থেকে কখনো হতাশা-নিরাশার কথা শুনা যায় না। আমাদের সাত পুরুষের সৌভাগ্য এই রকম একজন মানুষ আমাদের দেশে আছেন। দেশের বর্তমান অবস্থায় আমি নিজেও নিরাশা-হতাশাগ্রস্থ। ওনার সক্ষাৎকার আমাকে আশাবাদী করে তুলেছে নতুন করে। ধন্যবাদ [গাঢ়] ড. মুহাম্মদ জাফর ইকবাল [/গাঢ়]।

আজ আমার অবরোধলিপি - 08 লেখার কথা, যার মধ্যে থাকতো হতাশা আর ক্ষোভের কথা। লিখলাম না। নতুন আশায় বুক বাধলাম। নতুন দিনের মিছিলের অপেক্ষায় রইলাম।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.