আমাদের কথা খুঁজে নিন

   

গণভবনে তুলোধুনোর শিকার হবেন চট্টগ্রামের õ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেননি বর্তমান সরকারদলীয় চার সংসদ সদস্য। তাদের অংশগ্রহণ না করার নেতিবাচক প্রভাব আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে অনুষ্ঠিতব্য তৃণমূলের সঙ্গে মতবিনিময় সভায় পড়বে বলে মনে করেন দলীয় নেতারা। তারা তুলোধুনোর শিকার হবেন বলে গোপন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নগর শাখার পক্ষ থেকে একটি প্রতিবেদন তৈরি করার কাজ আজ থেকে শুরু হবে বলে দলীয় সূত্রে জানা যায়। জানা যায়, গত শুক্রবার নগরীর মুসলিম হলে নগর চার আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের মতবিনিময়ের আয়োজন করে নগর আওয়ামী লীগ। ওই সভায় যোগ দেননি সরকারদলীয় বর্তমান চার এমপি। সভায় চার আসন থেকে আগামী নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তবে চার এমপি মতবিনিময় সভায় উপস্থিত না থাকায় তাদের মতামত জানতে পারেননি উপস্থিত তৃণমূল নেতা-কর্মীরা।

নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, শুক্রবারের মতবিনিময় সভা নিয়ে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিবেদন তৈরি করা হবে। আজ বা কাল থেকে প্রতিবেদন তৈরির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে চট্টগ্রাম মুসলিম হলের মতবিনিময় সভায় তৃণমূলদের মতামতের বিষয়টি উল্লেখ থাকবে। তিনি বলেন, বর্তমান চার এমপি ওই অনুষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ থাকলেও কারও বিরুদ্ধে সরাসরি কোনো মতামত থাকবে না।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বলেন, মুসলিম হলের মতবিনিময় সভাটি প্রার্থী বাছাইয়ে চূড়ান্ত বৈঠক নয়। ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায়ই তা চূড়ান্ত হবে। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রভাব গণভবনের বৈঠকে অবশ্যই পড়বে বলে মনে করি। কারণ তৃণমূলকে পাশ কাটিয়ে তো কিছু করা যাবে না। মুসলিম হলের বৈঠকে বর্তমান এমপিরা উপস্থিত থাকলে তাদের মতামত তৃণমূল নেতা-কর্মীরা জানতে পারতেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.