আমাদের কথা খুঁজে নিন

   

পিটার টাবুনস, এমপিপি, ওন্টারিও, ক্যানাডা কে ধন্যবাদ

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

পিটার টাবুনস এখানকার তথা ওন্টারিও প্রদেশের এনডিপি (ন্যাশানাল ডেমোক্র্যটিক পার্টি) র প্রাদেশিক সদস্য। সপ্তাহ চারেক পূর্বেতিনি Bangladesh Canadian Community Services i.e. BCS এর কার্যালয়ে এসেছিলেন। এখানে আমাদেরও তথা Canadian Society of Bangladeshi Engineers (CSBE) এর মাসিক সভা অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি এসিেছলেন ফরেন ট্রেইন্ড প্রফেশানালদের ক্যানাডাতে স্বীকৃতি পেতে যে বাধা বিপত্তি হচ্ছে তা দূরীকরনে আনিত বিল সম্মন্ধে আমাদের সংগে বিস্তারিত আলাপ করতে। আগেই বলেছি ক্যানাডাতে বিদেশ থেকে আগত অভিবাসীদের প্রচার অনুসারে চাকুরীতে সংস্থাপন হচ্ছে না।

এটার জন্য অনেকে এখানকার রেগুলেটরী সংস্থাকওে অনকেটা দুষছেনও বলা যেতে পারে। এবং অভিবাসন সংস্থার নীতিমালাকেও অনেকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন । এনডিপি বক্তব্য হচ্ছে পেশাজীবিদের ক্যানাডা প্রবেশের পূর্বেই পরীক্ষা করা হোক - পরে কেন? আমিও তাদের এই বক্তব্যের সংগে একমত। তা হলে আমার ন্যায় হয়তো অনেকেই ক্যানাডাতে অভিবাসী হিসেবে আগমন করতাম না। সেদিন পার্লামেন্ট হাউজে পিটার টাবুনস এর সংগে দেখা করলাম বিল 124 (যেটা "ফেয়ারনেস কমিশনার ফর ফরেন ট্রেন্ড প্রফেশনাল" নামে অভিহিত) এর প্রচারের বিলি পত্র আনতে।

কোন পূর্ব নর্ধিারিত মিটিং ছিল না, তবুও এত সহজে পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে পারলাম এবং পিটার টাবুনস এর সংগে তার কক্ষে দেখা করতে পারলাম, তা আমার অনুমানের বাইরে ছিল। মনে পরে একবার আমার স্বর্গীয় পিতা ্বততকালীন প্রধান মন্ত্রীর সংগে তার সরকারী বাসভবনে সৌজন্য মূলক সাক্ষাতের জন্য গিয়েছিলেন, কারন তিনি মিজানুর রহমানের সম্ভবত সহপাঠী ছিলেন। তার অগনিত চেলা সহচরদের কারনে ভিজিটিং কক্ষে এক ঘন্টা অপেক্ষা করত সাক্ষাত না পেয়ে পূণরায় কোন রাজনীতিকের কাছে না যাওয়ার অঙ্গিাকর করে চলে আসেন। পিটার টাবুনস আমাদেরকে রেগুলার ইমেইল করছেন। বিল 124 এর সন্মন্ধে নানা ধরনের মন্তব্য বিভিন্ন দেশের গ্রুপ বা প্রতিনিধি থেকে নিয়ে যাচ্ছেন।

এবং তাদের বক্তব্য প্রদানরে 10 মিনিটের সময়ও পার্লামেন্ট কমিটিতে নির্ধারন করে দিয়েছেন। এজন্যে তাকে ঁধন্যবাদ। এসকলই হচ্ছে ইমেইলের কারনে, অথচ আমাদের দেশের সরকারী আমলারাই সরকারী কাজে ইমেইল ব্যবহার করেন না, রাজনীতিক রা তো দূরের কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.