আমাদের কথা খুঁজে নিন

   

টাকা নেবেন হাতে, গুড়ো পড়বে পাতে!

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

হাতে নেবার সাথে সাথেই মচমচে শুকনো পাতার মতো গুড়ো হয়ে যাচ্ছে টাকা, এমন কথা কি শুনেছেন কখনও। এমনই ঘটছে জার্মানীতে ইউরো নিয়ে। এ অবধি সতেরোটি শহরে এমনটি ঘটেছে। পাঁচ ইউরো নোট থেকে শুরু করে একশো ইউরো, কোনটাই বাদ যায়নি। বিশেষজ্ঞরা বলছেন হয়তো কোন ভাবে সালফিউরিক এসিডের সংস্পর্শে এসেছিল নোটগুলো, যদিও এ অবধি তার কোন প্রমান জোগাড় করা যেতে পারে নি।

কেউ কেউ বলছেন হয়তো সালফারের কোন লবন ছিটানো হয়েছে নোটে, যা হাতের সংস্পর্শে এসে সারফিউরিক এসিড হয়ে যাচ্ছে। যাই হোক না কেন, এ অনিচ্ছাকৃত কোন ভুল না নাশকতামূলক, তা এখনো জানা যায়নি। নাশকতাকারীদের কোন চিঠিও এখনও পাওয়া যায়নি। এদিকে রাষ্ট্রিয় ব্যাংক টাকা ছাপানোর সময় কোর রকম গলদের কথা পুরোপুরি অস্মীকার করছে। তাই এক ধাঁধার সামনে পুলিম ও বিশেষাজ্ঞরা।

গুড়ো হয়ে ডাবার পরও যদি অর্ধেকটা সাথে থাকে, তাহলে এসব নোট রাষ্ট্রিয় ব্যাংকের শাখা থেকে পাল্টে নেয়া যেতে পারে বলে জানানো হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.