আমাদের কথা খুঁজে নিন

   

দিনটি কি তবে সত্যিই অশুভ ছিলো?

'... আমাদের আশার কোনো পরকাল নাই'

7 জুন সমকালের আন্তর্জাতিক পাতায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয় : সংখ্যা দিয়ে শয়তান চেনা যায় জানেন কি? বাইবেলের 'দ্য বুক অব রেভেলেশন' এ শয়তানের সংখ্যা দেওয়া রয়েছে। বইটির ত্রয়োদশ অধ্যায়ে 16 থেকে 18 নল্ফ্বর ভার্সে বলা হয়েছে, যার বুদব্দি আছে সে শয়তানকে চিনে নিক, তার সংখ্যা 666। নল্ফ্বরটি এড়িয়ে যাবেন না, একটু চোখ রাখুন আর মিলিয়ে দেখুন গতকালে আপনার স্ট্বাক্ষরটি 6-6-6। অর্থাৎ এই শতকের ষষ্ঠ বছরের ষষ্ঠ মাসের ষষ্ঠ দিন ছিল গতকাল মঙ্গলবার। একশ' বছরে তিন ছয়ের সংখ্যা একবারই আসে।

গতকালই সুযোগ ছিল শয়তানকে চিনে নেওয়ার, অনস্নত বাইবেল তা-ই বলে। অশুভ দিনটি ভালোয় ভালোয় কাটানোর লক্ষ্যে ইংল্যান্ড, যুক্তরাষদ্ব্রসহ বিশ্বের বিভিল্পম্ন দেশের আধুনিক মানুষরাও একটু সতর্ক হয়ে চলেছিলেন। টাইমস অনলাইনের এক প্রতিবেদনে অনস্নত তেমনটাই দাবি করা হয়েছে। যুক্তরাষদ্ব্রের বহু ক্লিনিকে প্রসহৃতির জন্য গতকালের দিনটি এড়িয়ে যাওয়ার চেষদ্বা করেছেন গর্ভবতী মায়েরা। একইভাবে অশুভ দিনটিকেই ভৌতিক ছবি 'দ্য ওমেনে'র দ্বিতীয় সংস্ট্করণ মুক্তির দিন হিসেবে বেছে নিয়েছে হলিউডের ফক্স প্রয়োজক সংস্ট্থা।

বাইবেল অনুযায়ী যিশু খ্রিসদ্বের সংখ্যা 7। এরচেয়ে এক কম 6 অশুভ সংখ্যা। 6 সংখ্যাটা একটু অদ্ভুত। 1ঢ2ঢ3 = 6। আবার 1+2+3 = 6।

অর্থাৎ 6 এমন একটা সংখ্যা, যার উৎপাদকগুলোর গুণফল ও যোগফল সংখ্যাটির সমান। গতকাল পশ্চিমের বহু ওয়েবসাইট 666 নিয়ে মজার মজার খেলা চালু করেছে। নিজের নামের বানানগুলো দেখে নেওয়ার পর অনেকেই প্রিয় সঙ্গীর নামের বানানটিও মিলিয়ে দেখেছেন। আর সেখানেই পাওয়া গেল এক মজার তথ্য। মার্কিন প্রেসিডেন্ট জর্জ (এবড়ৎমব), ওয়াকার (ডধষশবৎ), বুশ জুনিয়র (ইঁংয ঔৎ.) প্রত্যেক নামের বানানই 6 অক্ষরের।

কিছু সাইটে এ তথ্য দিয়ে রসিকতা করে বলা হয়েছে, এরা সবাই একেক জন শয়তান। সত্তর দশকের ভৌতিক ছবি 'দ্য ওমেন'র দ্বিতীয় সংস্ট্করণ চিরাচরিত প্রথা ভেঙে মঙ্গলবারের বদলে শুত্রক্রবার মুক্তি পাওয়ায় 'টুয়েনটিথ সেঞ্চুরি ফক্স' প্রযোজক সংস্ট্থাকেও অনেকে অশুভ বলতে শুরু করেছে। এক্ষেত্রে তাদের যুক্তি_ এফ (ঋ) বর্ণমালার 6 নল্ফ্বর অক্ষর। ও (ঙ) পঞ্চদশ (15) অর্থাৎ 1+5 = 6 এবং এক্স (ঢ)24তম যার যোগফল (2+4) = 6। দিনটিতে পৃথিবীর বুকে যাতে অশুভ কিছু না ঘটে সেজন্য নেদারল্যান্ডসের কিছু ধমর্ীয় সংস্ট্থা গতকাল 24 ঘণ্টা চার্চে প্রার্থনার আয়োজন করে।

দিনটিকে এতকিছু ভাবার পর আপনিও মিলিয়ে দেখতে পারেন গতকালের ঘটনাগুলো। কী আর মিলিয়ে নেবো! 2006 সালের 6 জুনের দীর্ঘদিন পর এসে যায়যায়দিন নামের দৈনিকটি নিয়ে যা ঘটলো তা তো সবারই জানা। কাকতালীয় ব্যাপারটি হলো, যায়যায়দিন দৈনিক হিসেবে প্রথম আত্মপ্রকাশের দিনটিও কিন্তু ছিলো 6-6-6 অথ্যর্াৎ 2006 সালের 6 জুন। তাহলে?...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।