আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র সন্দেহ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

একমাত্র সন্দেহ তোমাকে নিয়ে গেছে এতোদূর? বিশ্বাস করলেও পৃথিবী, হাসবে দেবতাকূল। হাসবে দিনের সূর্য, রাতের চাঁদিমা যতো হাসবে প্রকৃতি, সবুজ গাছের সারি সব হাসবে সকল জীব, বনের পাখির রব হাসবে দুধের শিশু, সন্দিগ্ধ দু'চোখ ততো। তোমার সাজানো কথা, ছলের কৌশল বিশ্বাস করবে চাটুকার, মিথ্যের দোসর বিশ্বাস করবে পাপিষ্ঠ, সত্যের অবলোপী বিশ্বাস করবে পাষণ্ড, ঘৃণিত অপরাধী বিশ্বাস করবে অন্ধকার, রাতের কালিমা বিশ্বাস করবে ঝড়, অকাল বৈশাখী। সাধুকে বললে চোর, করবে সে চুরি রাতভর চোরকে বললে সাধু, সে কী করবে না চুরি আর? ঝড়কে বললে থামো, ভাঙবে না কারো ঘর চাঁদকে বললে ডুবো, নিভবে ঐ আলো তার? এ সহজ ব্যাকরণ আজো বোঝে না আছেন কেউ মিথ্যের প্রবল বাধা সব থামাবে সত্যের ঢেউ? একমাত্র সন্দেহ তোমাকে নিয়ে গেছে এতোদূর? হাসছে বিধাতা দেখো আজ বসে ঐ অচিনপুর!। 25.04.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।