আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র অনুরোধ



যদি ভালোবাসা ই না দাও অভিশাপ দিয়ো,
আঘাত করো, পচন্ড তান্ডবে ভেঙ্গে ফেলো সপ্তর্ষিমন্ডল
পশুর বন্যপায়ে তছনছ করো নগর শহর আবাদি জমিন,
শুষে নিয়ে অষ্টাদশী পূর্ণ চাঁদ|

রাত দিন গুলো হবে হোক ক্ষত চিহ্নিত
চূড়মার হোক বিশ্বনাট্য মঞ্চ
বানের স্রোতে মুছে যাক প্রেমিকের প্রথম চুম্বন
এলোমেলো হয়ে যাক বিশ্বস্ত জীবন যাপন
তবু, তবু যদি ভালোবাসা ই না দাও অভিনয় রেখো না,
অভিশাপ ই দিয়ো;
দন্ড দিয়ো কারাবাসী হবো যাব্বজীবন
নির্বাসন দিয়ো, মৃত্যুকে ও পরোয়া করি না
পাড়ি দেবো উষর ভূমি, হাসিমুখে তুলে নেবো হেমলক পূর্ণ পেয়ালা
হেঁটে যাবো জ্বলন্ত অঙ্গার বিছানো পথে;
সব টুকু সহ্য করতে পারি, সব মৃত্যু যন্ত্রনা;
ভালোবাসার অভিনয়, ওটুকু পারি না |
যদি ভালোবাসা ই না দাও অভিনয় রেখো না
অভিশাপ ই দিয়ো,
অভিশাপ ঢের ভালো |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।