আমাদের কথা খুঁজে নিন

   

মাফিয়া আর কাল্ট

timursblog@yahoo.com

কাল্ট বা ভক্তি সম্প্রদায়ের সাথে মাফিয়া বা দুর্বৃত্ত সংঘের সাযুজ্য খুঁজে পাওয়া মোটেই অমুলক নয় । একদম শুরুর থেকেই দেখা যাক মাফিয়া কী । মাফিয়া, আসলে একটি সিসিলিয়ান ইতালিয় শব্দ--মানে সাহসী, দুর্ধর্ষ ইত্যাদি । ঊনিশ শতকে প্রথম পাই আমরা শব্দটা । কিন্তু সিসিলিয় মাফিয়ার শিকড় হাজার বছরের পুরনো ।

বলা চলে লোভী, অত্যাচারী রাজন্যবর্গের অযাচিত উৎপাত থেকে জনগনের একমাত্র রক্ষা কবচ ছিল এসব গুপ্ত সংস্থা (মানে রবিনহুডের মত মাফিয়ার একটা পলিটক্যাল রুট আছে!) । গারিবাল্দি ঊনিশ শতকে এদের সাহায্য নিয়ে ছিলেন ইতালিকের একত্রিত করার সময় । সবগুলো ইতালিয় মাফিয়া নিজেদের বলে 'লা কোসা নোস্ত্রা' । কিন্তু বিশশতকে মুসলিনির আমলে এরা সরকারের নেকনজর থেকে বাদ পড়ে । অনেক ডনকেই জেলের ভাত খেতে হয় ।

কিন্তু গবেট আমেরিকান সৈন্যরা ইতালি জয় করে এদের 'রাজনৈতিক বন্দী' (???) ভেবে ছেড়ে দেয় । কৃতজ্ঞ ডনেরা অনেকেই আমেরিকায় ডেরা বাঁধে কৃতজ্ঞতার ঋণ শোধের জন্য । তবে দ্বিতীয় বিশ্বযু্দ্ধের অনেক আগেই আমেরিকার মাটিতে বিশেষ করে নিউইধর্কে আর শিকাগোতে মাফিয়া জাঁকিয়ে বসেছিল । মাফিয়ার বৈশিষ্ট্য কী ? এক তারা মনে করে অন্যের ধনে তাদের চাঁদা চাইবার জন্মগত অধিকার আছে । দুই তাদের 'ওমের্তা' বা নীরবতার শপথ নিতে হয়--কেউ ধরা পড়লে যেন সে মূখ না খোলে ।

তার পরিবার টানবে মাফিয়া, 'ওমের্তা' ভঙ্গকারী মাফিয়ার চোখে সবচেয়ে বড় 'অপরাধী' । পাঁচ তারা অন্য কিছু অবৈধ বা প্রাধ অবৈধ ব্যাবসা যেমন বেশ্যা বৃত্তি, জুয়া খেলা বা মাদক চালানের সাথে জড়িত । পাঁচ হচ্ছে তারা বৈধ কোন সংস্ধা যেমন ট্রেড ইউনিয়নের সাইনবোর্ডে তাদের কর্মকান্ড চালায় । মাফিয়ার গঠন: মাফিয়া অনেকগুলো 'পরিবারে' বিভক্ত । শীর্ষে আছেন 'ডন', তাঁকে (কুট) পরামর্শ দেবার মহান দায়িত্বে আছে দলের প্রধান শকুনি মামা 'কনসিলিয়ার' ।

নীচে আছে 'কাপোরেজিমে' বা 'ক্যাপটেনরা' । তাদের নীচে আছে দলের মাস্তানরা । ডনের পরিবারই মাফিয়ার প্রধান পরিবার । ডনের মৃত্যুর পর ডনের নিকটতম উত্তরাধিকারী, সিংহাসনের সর্বোচ্চ দাবীদার । পরিবারতন্ত্রই মাফিয়াকে বাঁচিয়ে রেখেছে ।

মাফিয়া টাকা, টাকা রোজগারের জন্য প্রয়োজনীয় ক্ষমতা পেলেই খুশি । কোন বিটকেল ধর্মীয় বা রাজনৈতিক ফিলোসফি তার ঘাড়ে চেপে নেই । কাল্টও এক হিসেবে পরিবার তন্ত্র , কাল্টও মাফিয়ার মত মনে করে তাদের অন্যের ধনে তাদের অধিকার আছে । কারন তারা অন্যদের থেকে মহৎ । কাল্টেরও একটা জীবিত আইকন বা ডন আছে ।

টাকা আর চেক । ক্ষমতা আর টাকা । ভক্তি আর দুর্বৃ্ত্ত সম্প্রদায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.