আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ঈদের জামাত যেখানে

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ঢাকা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থা এবং সংগঠন নগরীর বিভিন্নঈদগাহ মাঠ ও জামে মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করেছে। ঢাকায় ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে 8টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। প্রথম জামাত সকাল সাড়ে 7টায়, দ্্বিতীয় জামাত সকাল সাড়ে 8টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে 9টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে 10টায় পঞ্চম জামাত হবে বেলা সোয়া 11টায়।

জাতীয় ঈদগাহে মহিলাদের নামাজ আদায়ের জন্য পর্দা দিয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা নগরীর 90টি ওয়ার্ডে মোট 360টি ঈদের জামাতের সময়সূচি সকাল সাড়ে 7টার জামাত : মসজিদে গাউছুল আযম আবদুল কাদের জিলানী (রহ.), সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ ও দনিয়া বড় জামে মসজিদ। সকাল 8টার জামাত : ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ, সলিমুল্ললাহ হল প্রধান গেট সংলগ্ন মাঠ, উত্তরা জামে মসজিদ ফাউন্ডেশন 3 নং সেক্টর, নয়াপল্টন জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, দেওয়ানবাগ শরীফের বাবে রহমতে প্রাঙ্গণে, শানতিবাগ শাহী মসজিদ, আবুজর গিফারি কলেজ মাঠ, মগবাজার টিএন্ডটি কলোনি জামে মসজিদ, হাজারীবাগ পার্ক, মালিবাগ জামে মসজিদ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ময়দান, পল্ববী সিটি ক্লাব মাঠ, দনিয়া বড় জামে মসজিদ, টিকাটুলী জামে মসজিদ, সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, উত্তর কাফরুল ঝিলপাড় জামে মসজিদ, ঢাকা রেসিডেন্সিয়াল কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সকাল সোয়া 8টার জামাত : এসওএস শিশুপল্ললী জামে মসজিদ শ্যামলী, পলাশী সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ভবনের সামনের মাঠ। সকাল সাড়ে 8টার জামাত : হাইকোর্টের জাতীয় ঈদগাহ ময়দান, কাঁটাবন মসজিদ, লালবাগ কেল্ক্না মসজিদ, লালবাগ শাহী মসজিদ, কামরাঙ্গীরচর ইসলামনগর আল মদিনা জামে মসজিদ, সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ, মসজিদে খানকায়ে তারাবিয়া, কৃষিবাজার তাহেরিয়া জামে মসজিদ, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটি, শাহজাহানপুর রেলওয়ে কলোনি জামে মসজিদ, ঢাকা রেলওয়ে সটেশন প্ট্নাটফর্ম, গেন্ডারিয়া ধূপখোলা ইসট অ্যান্ড ক্লাব ময়দান, সায়েদাবাদ পাক দরবার শরিফ বড় জামে মসজিদ, দনিয়া বড় জামে মসজিদ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল মাঠ, ফার্মগেট বায়তুশ শরফ মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ, ইসলামবাগ ঈদগাহ ময়দান, মসজিদে গাউছুল আযম কমপ্ট্নেক্স, ফজলুল হক মুসলিম হল (ঢাকা বিশ্ববিদ্যালয়) মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্ক্নাহ হল সংলগ্গম্ন মাঠ, মিরপুর নুরানী জামে মসজিদ, পল্ক্নবী সিটি ক্লাব মাঠ, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মিটফোর্ড জামে মসজিদ, কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্ফ্বরশাহ মসজিদ, মসজিদে বায়তুল হারাম মোহাল্ফ্মদপুর এবং শেখদী পহৃর্বপাড়ার আল-হেরা জামে মসজিদ।

পৌনে 9টার জামাত : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠ ও 11 নল্ফ্বর বায়তুল ফালাহ মসজিদ কমপ্ট্নেক্স। 9টার জামাত : কাঁটাবন মসজিদ, সায়েদাবাদ পাক দরবার শরীফ বড় জামে মসজিদ, মাতুয়াইল দরবারে মোজাদ্দেদিয়া ও রহমতগঞ্জ মুসলিম ফেদ্ধন্ডস সোসাইটি খেলার মাঠ। সোয়া 9টার জামাত : ইসলামবাগ জামে মসজিদ, পহৃবাইল জামে মসজিদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। সাড়ে 9টার জামাত : মসজিদে গাউছুল আযম কমপ্ট্নেক্স ও দেওয়ানবাগ শরীফের বাবে রহমত প্রাঙ্গণ। 10টার জামাত : আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদ, বনানী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ও দেওয়ানবাগ শরীফের বাবে রহমত প্রাঙ্গণ।

সকাল সোয়া 10টার জামাত : মসজিদে গাউছুল আযম কমপ্লেলক্স। সাড়ে 11টার জামাত : আজিমপুর ছোট দায়রা শরীফের দায়েনিয়া শাহী জামে মসজিদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।