আমাদের কথা খুঁজে নিন

   

রোদেলা মন

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

মনের আকাশে আজ আগুন রোদ উঠেছে খর তাপের প্রখরতায় খই ফোঁটা রোদ মনের আঙ্গিনা তাই ঝাঁ ঝাঁ করছে রোদ্দুরে যাই হোক ......... মনের প্রসাদ কষ্টগুলোর আজ বেহাল অবস্থা আগুনে পড়া পিঁপড়ের মত তারা ফুটছে... যে কষ্টগুলো এতদিন একচুলও না নড়ে ... মনের গহীন অরণ্যে ইচ্ছেমতো আবাদ করত মনের প্রাসাদে যে কষ্টগুলো এতদিন কোন নিয়ম ... না মেনেই স্বেচ্ছাচারীর মত অবস্থান করত ... আজ সেগুলোই ভিতর থেকে বাহিরে ছটফট করছে .... করবেই তো, আজ যে তাদের মরণ দশা ! ! ! আমার বাহিরেও আজ তাই প্রচন্ড উত্তাপ ! ভালোই হলো.... ছাই হোক, রোদে পুড়ে সমস্ত কষ্ট... কষ্ট পোড়া ছাই দিয়ে আমি দাঁত মাজব... হা....হা....হা.....আমি কি একটা মানুষ ? তবে আমি অপেক্ষায় ছিলাম.... মনের গহীনে ....একটি মিষ্টি রোদের সাথে, সপ্ত প্রেমের রঙধনুর জন্য , যেথায় বৃষ্টি স্নাত স্বচ্ছ সুখের কণা খেলা করবে ... হ্যাঁ, কষ্টগুলোর দেয়া পোড়া দগদগে ক্ষত... আমার এখনও শুকায়নি ...... তবুও তাদের কষ্ট দেখে ... যেনো একটু কষ্ট পাচ্ছি.... আমার কিছু করার থাকলে হয়ত কিছুকরতাম, বিধি আমার ক্ষমতা হরণ করে ভালোই করেছে । এখন থেকে, মনের নিভে যাওয়া বাতিগুলো হয়তো আবার জ্বলবে ..... আবার গাইবে গুনগুন করে গান .... আবারো বকবক করবে মন চেনামহলে.... আবারো হুল ফোটাবে বসন্তের কোকিলা .... আবারো ভিজবে মন দস্যি হাওয়ার মিষ্টি বিকেলে.... শেষের একদম শেষ থেকে শুরু করার শুরুটা বুঝি আজ শুরুই হয়ে গেলো, আমার রোদেলা মনের আগুন রোদেতে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.