আমাদের কথা খুঁজে নিন

   

ফেরা



20/08/05 আনন্দ-সুখ-বেদনা-দুঃস্বপ্নের থেকে নিজেকে ফিরাব বলে অন্য কোন আকাশের দিকে- একদিন অনেক রাতে- তোমাকে অনেক কাছে পেয়েও সরে এসেছিলাম। বাবু্ই পাখির মত সেই রাতে বন্ধু ছিলে তুমি; তারপরও জীবনে প্রথমবার হারবোনা বলে মনের দুঃখ-ক্ষোভ-ঘৃনা আর পুরুষত্বের কাছে বিসর্জন দিয়েছিলাম প্রেমের পবিত্র অনুভূতি। পাহাড়ের চঁূড়ার উপর থেকে- মাঝে মাঝে ইচ্ছা করে ঝাপ দিয়ে নিচে পড়ে যাই- জীবনে প্রথমবার দুঃসাহসী নাবিকের মত পারি দেই দুঃসাধ্য হেবিসের নরকের পুরী। জীবনে প্রথমবার হারতে কে চায়! তারপরও অন্য এক আকাশের চোখে দুটুকরো একাকীর নির্জনতার লোভে পিছে ফেলে আনন্দের শীতল ঝর্নাধারা দুইদন্ড শান্তি খুঁজি প্রকৃতির বুকে। তবুওতো.. . জীবনের সব ব্যয়-ব্যর্থতার ব্যথা জন্ম নেয় ছোট ছোট প্রজাপতি হয়ে তোমার স্বপ্ন হয়ে উড়ে পাশে পাশে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।