আমাদের কথা খুঁজে নিন

   

কালো মানুষের ভীড়ে ভালো মানুষের সন্ধান



আমি আমার চারপাশে সবসময় ভালো মানুষ খুঁজে বেড়াই । সেই মানুষের আলোকিত দিকটা হয়তো খানিক সময়ের জন্য আমার সামনে ধরা দেয় । কখনও এই সন্ধান সার্থক হয় , কখনও ব্যর্থ । মাস খানেক আগে বিজয় স্মরণী মোড়ে সি.এন.জি থামতেই একটা ছেলে খুব কান্না করছিল আর বলছিল আমার ছোট বোন টাঙ্গাইল থেকে আসার সময় এঙ্েিডন্ট করে এখন পঙ্গু হাসপাতালে । মায়া লাগলো , তাই ছেলেটার কাছ থেকে কিছু তথ্য নিলাম ঃ নাম - মেহেরুন নেছা লাকি বয়স - 12 ওয়ার্ড নং - 4 টাঙ্গাইল থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনা ।

ছেলেটাকে 100 টাকা দিয়ে বললাম দুঃশ্চিন্তা করোনা , আমি তোমার বোনকে দেখতে যাবো আর যতটুকু সম্ভব করবো । ফোন করলাম অমি পিয়ালকে , ওর পরিচিত কোন ডাক্তার পঙ্গু হাসপাতালে আছে কিনা । বললো নেই .. আরেক ডাক্তার বন্ধুকে বলতেই সে রাজি হলো । ওকে ডিটেইলস টা জানিয়ে বললাম , তুমি মেয়েটাকে দেখে আসো আর কি করা লাগবে আমাকে জানাও । বন্ধু আমাকে সন্ধ্যায় ফোন করে ভিষণ রাগ " উজবুক , রাস্তা ঘাটে মায়া-দয়া দেখাইয়া বেড়াও ।

আমি পঙ্গুতে গিয়া আমার এক সিনিয়র কে রিকোয়েস্ট করলাম , তারপর তারে সাথে কইরা নিয়া গেলাম । কিসের মেহেরুন নেছা , কিসের টাঙ্গাইল থেকে এঙ্েিডন্ট ?? সব ভূয়া " গতকাল ঠিক একই জায়গায় সি.এন.জি টা থামতেই সেই ছেলেটা । একই রকম কান্না আর একই কাহিনী " আমার ছোট বোন টাইঙ্গাইল থেকে আসার সময় এঙ্েিডন্ট করে আজকে 6 দিন যাবত পঙ্গু হাসপাতালে " রাগে দুঃখে আমি ফেটে পড়ার আগেই ট্রাফিক সিগনাল ছেড়ে দিলো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.