আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স ফেয়ার বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

আমি ভাবছি লিনাকস এশিয়া যদি একবার বাংলাদেশে হতো তাহলে ভালই হত । শুধু লিনাকস ভিত্তিক একটা ফেয়ার বাংলাদেশে হওয়া উচিৎ । যেখানে একদিকে যেমন বাংলাদেশের লিনাকস ডিস্ট্রিবিউটররা তাদের প্রডাক্ট সম্পর্কে পরিচয় করিয়ে দিবে তেমনি বাংলাদেশের লিনাকস ডেভলপাররা তাদের প্রজেক্টগুলো তুলে ধরবে । সেখানে সাধারণ ইউজার লিনাকস সম্পর্কে ধারনা নিতে পারবে । হতে পারে এখানথেকেই লিনাকস এর নতুন নতুন ইউজার সৃষ্টি হবে। গত লিনাকস এশিয়া 2006 ভারতে হয়েছিল তবে বাংলাদেশে কেনো নয় , afterall আমরা এশিয়ার একটি দেশ । উপরের বিষয়গুলি ছাড়াও এরকম একটি ফেয়ারের গুরুত্ব আরো অনেক বেশী । প্রতি বছর যে কম্পিউটার মেলাগুলো হচ্ছে এবং তার দর্শনার্থীদের সংখ্যাদেখেই বোঝাযায় মানুষের তথ্যপ্রযুক্তির বিষয়ে আগ্রহ কত বেশী তাই যেকোন কম্পিউটার মেলা হলে তা সফল হবে কিনা তা নিয়ে খুব একটা চিন্তা করতে হয়না আর ওপেনসোর্স / লিনাকস বিষয়ক মেলা হলে যারা ওপেনসোর্স আর লিনাকসের কথা শুনে আসছেন তারাও আগ্রহী হবেন এই মেলা সম্পর্কে , আর যারা ওপেনসোর্স সম্পর্কে খুব একটা জানেনা তারাও এরকম একটি বিশেষ মেলা ঘুরে আসতে আগ্রহী হতে পারেন Linux Asia Bangladesh হয়তো বড় একটা স্বপ্ন তবে শুধু ওপেনসোর্স / লিনাকস বিষয়ক একটি মেলা কি করা যায় না আমার মনে হয় এটি বাংলাদেশের ওপেনসোর্স/লিনাকসের প্রচার - প্রসারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে সেই মেলা সফল হলে তা লিনাকস এশিয়া কে তা একটা জলজ্যান্ত উদাহরন হিসেবে দেখানো যেতে পার এবং Linux Asia Bangladesh এর স্বপ্ন ও একদিন পূরন হবে ইনশাল্লা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.