আমাদের কথা খুঁজে নিন

   

টেকনিক টা খারাপ না কি কন ?

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

এই টেকনিকটা কেউকেউ জানেন হয়তো তবুও বলি ধরেন আপনার নেট থেকে বড় বড় ফাইল নামানোর প্রয়োজন হয় । বাসায় ইন্টারনেট নাই বা থাকলেও ডায়ালআপ । তাহলে কি করবেন? ধরেন 600 মেগাবাইট এর একটা ফাইল ডাউনলোড করা প্রয়োজন এখন সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করবেন । নিশ্চিত সেটা 1 ঘন্টায় শেষ হবেনা , তাইলে কি ঘন্টার পর ঘন্টা বসে বিল উঠাইবেন ? নাউঠাইতে চাইলে এই টেকনিকটা ইউজ করে দেখতে পারেন এজন্য ফ্ল্যাশগেট বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মত ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন । তবে আমি বলব ফ্ল্যাশগেট ইউজ করার জন্য এখন ফ্ল্যাশগেট ডাউনলোড করুন GLvb থেকে এবার ক্যাফের পিসিতে দেখুন প্রোগ্রাম ইন্সটল করার পারমিশন আছে কিনা থাকলে ফ্ল্যাশগেট ইন্সটল করুন = ডেসকটপে যে সর্টকাট তৈরী হবে তা অন্য কোন ফোল্ডারে সরিয়ে ফেলুন = তারপর সর্টকাট টি ড্রাগ করে স্টার্ট > অলপ্রোগ্রামস > স্টার্টআপ এ নিয়ে রাখুন ফলে পিসি স্টার্ট হলে ফ্লাশগেটও স্টার্ট হবে = এবার ফ্ল্যাশগেট ওপেন করুন বামের লিস্ট থেকে ডাউনলোড এর প্রোপার্টিস ক্লিক করে ডাউলোড করা ফাইল কোথায় সেভ হবে তা দিয়ে দিন = এবার টুলস > অপশনে গিয়ে জেনারেল ট্যাবে স্টার্ট মেইন উইন্ডো মিনিমাইজড এবং স্টার্ট ডাউনলোডিং অন স্টার্টআপ দুটোয় টিক দিয়ে দিন = কানেকশন ট্যাবে লিমিট 8 দিন আর কানেকশন স্পিড এ ল্যান 10 এম দিয়ে দিন = এবার আসুন আসল যায়গায় শিডিউল ট্যাবে স্টার্ট ডাউনলোডিং 00:00 এবং স্টপ ডাউনলোডিং 23:00 দিয়েদিন ফলে পিসিটি 24 ঘন্টায় যখনই স্টার্ট হবে তখন ফ্লাশগেট স্টার্ট তো হবেই আপনার ডাউলোডিং ফাইলটা রেজুম বা শুরু হয়ে যাবে আর সিস্টেমক্লকের সময় এএম / পিএম বা টাইম ঠিক আছে কিনা দেখুন যদি ও তাতে কোন সমস্যা হবেনা আর মনে রাখবেন সাউন্ড ট্যাবে যেন কোন কিছু সিলেক্ট করা না থাকে আর আদার ট্যাবে মেইন উইন্ডোতে হাইড উইন্ডো হোয়েন মিনিমাইজড টিক দিয়ে দিন এবার টুলস থেকে ডিফল্ট ডাউনলোড প্রোপার্টিজ এ ক্লিক করুন = ক্যাটাগরি থেকে ডাউনলোড সিলেক্ট করুন = এসপ্লিট ফাইল পার্ট সিমুটেনিয়স এ 10 দিয়ে দিন = স্টার্ট এ শিডিউল দিয়ে দিন এবার আপনার ডাউনলোড শুরু করুন , যদি কখনো পজ করেন ডাউনলোড পরে শুরু করবার সময় তাতে রাইট ক্লিক করে শিডিউল দিয়ে শুরু করুন আর ইন্টারফেসের কলাম গুলোর মধ্যে নেমের বামের কলামটি বামে ড্রাগ করে হাইড করে দিন ব্যাস আর কি উঠে যান ক্যাফে থেকে আর নিশ্চিন্তে .. থুক্কু না .. একটা সমস্যা আছে ফ্লাশ গেটের আইকন টি টাসকবারে দেখাবে । তাই প্রার্থনা করুন ক্যাফের কেউ আপনার ডাউনলোড ডিলিট না করে দেয় ....... তাই আমি এমন একটি ডাউনলোড ম্যানেজার খুজছি যেটি টাসকবারে দেখাবেনা কেউ জানেন এরকম কোন ডাউনলোড ম্যানেজার আছে কিনা ?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.