আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদে পাওয়া



আমার চন্দ্রবিন্দুরোগ হয়েছে মনে হচ্ছে - কলকাতায় কয়েকদিন থেকে এসে আজকাল যাই পড়ছি থমকে থমকে যাচ্ছি - আচ্ছা এইখানে একটা চন্দ্রবিন্দু হবে না? অনুনাসিক হয়ে উঠেছি কথাবার্তাতেও - লোকে ভাবছে কোন বদ পেত্নীর ছওয়ার - "কী করে বলি ওদের" চন্দ্রবিন্দু নাকে চেপেছে...বাঙালের নাকে এ যে অসহ ভার...এই মনে হচ্ছে ধোয়াটে-র ঘাড়ে চন্দ্রবিন্দুচাপাবো, আবার ভাবছি যদি সাদাসিদে ভার করে থাকা ধোয়াটে অরঙ্করনে মাইন্ড করে...তাই ভাবছি...কী করি কী করি...আমার চাঁদে পাওয়া দশা ঘুঁচবে কী করে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।