আমাদের কথা খুঁজে নিন

   

মহীনের ঘোড়াগুলি

http://nilkhota.blogspot.com/

দুই বাংলা মিলিয়ে আমার প্রিয় ব্যান্ড দলের একটি মহীনের ঘোড়াগুলি। ভাল লাগার প্রথম ও প্রধান কারন হলো তাদের গানের লিরিক! যতোবার শুনি, মুগ্ধ হই ততোবারই। এই মুগ্ধতা কোন দিনই হয়তো মরবে না। ঠিক বিটলসের গানের মতো। কতো বছর পর এসে এখনো লিভারপুলের ওই ব্যান্ডের গান নিয়ে চলছে মাতামাতি! মহীনের ঘোড়াগুলির গানও ঠিক তেমন।

আমার ভাই শুনেছে। আমি শুনছি। আমার ছোট ভাইটিও তাদের গানের মায়াজালে পড়েছে । গৌতমদের সেই গান অবশ্য এখন নতুন করে কলকাতার অনেক ব্যান্ড গাইছে। আমার মুগ্ধতাতো ওই লিরিকে।

এ কারনে যারাই করুক খারাপ লাগছে না। তার ওপর - ভুমি, ক্যাকটাস, চন্দ্রবিন্দুর গানও দারুন লাগে। তাদের সঙ্গে ক্রসউন্ডসও এখন নতুন করে গাইছে মহীনের ঘোড়াগুলির গান। এই ব্যান্ডগুলোর মৌলিকগানগুলোও দুদর্ান্ত! লিরিক নির্ভর গানের সুরও হদয় ছুয়ে যায়! আমাদের ব্যান্ড ইতিহাসটাও একেবারে নতুন নয়। কিন্তু রেঁনেসা আর সোলস ছাড়া লিরিক নির্ভর গান খুব একটা উপহার দিতে পারেনি! এল আর বি'র আইয়ুব বাচ্ছুর একটা গান শোনলাম ওইদিন - লিরিকটা এরকম তুমি যদি আমার লাইলি হও . আমি হবো বন্ধু মজনু তোমার .... দুজনে হাত ধরাধরি এসে প্রেম করি!!! বাচ্ছু ভাইয়ের মতো একজন বস পাবলিকের মুখে এমন সস্তা গান শুনে হতাশ না হয়ে পারা যায় ? খুব বেশি কমার্শিয়াল হয়ে গেছে আমাদের ব্যান্ডগুলো।

এ নিয়ে আরেক দিন । এখন চলুন শুনি মহীনের ঘোড়াগুলির গান। অনলাইনে তাদের গান শুনতে চাইলে লগ ইন করুন এই তিনটি লিংকে evsjv wgDwRK-1 evsjv wgDwRK-2 Ggwc-3 সঙ্গে অনলাইন থেকে পাওয়া মহীনের ঘোড়াগুিলকে নিয়ে অসাধারন একটা লেখা, ইমেজ ফাইল করে তা তুলে দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.