আমাদের কথা খুঁজে নিন

   

মহীনের ঘোড়াগুলির তৃতীয় অ্যালবামঃ "দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি"

নির্ঝরের স্বপ্নভঙ্গ মহীনের ঘোড়াগুলির তৃতীয় অ্যালবাম হল "দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি"। এটি ১৯৭৯ সালে মুক্তি পায়। এর মূল কভার ডিজাইন করেছিলেন সঙ্গীতা ঘোষাল। সঙ্গীতা ঘোষাল হলেন মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রধান সদস্য রঞ্জন ঘোষালের স্ত্রী। তিনি ব্যান্ডের প্রধান ডিজাইনার ছিলেন।

এছাড়াও ব্যান্ডের গানগুলোকে ইংরেজিতে অনুবাদের দায়িত্ব ছিল উনার উপর। সেই সময় তিনি লরেতো কলেজ থেকে ইংরেজিতে অনার্স করছিলেন এবং পরবর্তীতে জাদাভপুর বিশ্ববিদ্যালয় থেকে "কম্পারেটিভ লিটারেচারে" মাস্টার্স করেন। তাঁর সম্পর্কে আরো জানাবো সামনের পর্বগুলোতে। "দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি"র অ্যালবাম কভার ডিজাইন সংযুক্ত করা হল। এতে দুটি গান অন্তর্ভূক্ত করা হয়েছিল এবং এটি ভারতী রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছিল।

লিরিক্সগুলো দেয়া হলঃ ১। শিরোনামঃ চৈত্রের কাফন কথাঃ রঞ্জন ঘোষাল সুরঃ প্রদীপ চট্টোপাধ্যায় কন্ঠঃ তপেশ বন্দোপাধ্যায় (ভানু), প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো অ্যালবামঃ দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি যে গেছে বনমাঝে চৈত্র বিকেলে যে গেছে ছায়াপ্রাণ বনবীথিতলে বন জানে অভিমানে গেছে সে অবহেলে যে গেছে অশ্রুময় বন-অন্তরালে আকাশে কেঁপেছে বাঁশিসুর আঁচলে উড়েছে ময়ূর চলে যাই বলেছিলে চলে যাই মহুল তরুর বাহু ছুঁয়ে যে গেছে অশ্রুময় বন-অন্তরালে সে বুঝি শুয়ে আছে চৈত্রের হলুদ বিকেল যেখানে চূর্ণ ফুল ঝরে তার আঁচলে যেখানে চূর্ণফুল ঝরে তার কাফনে ২। শিরোনামঃ এই সুরে বহুদূরে কথাঃ তাপস দাস (বাপি) সুরঃ তাপস দাস (বাপি) কন্ঠঃ তাপস দাস (বাপি) ও তপেশ বন্দোপাধ্যায় (ভানু) ব্যান্ডঃ মহীনের ঘোড়াগুলো অ্যালবামঃ দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি এই সুরে বহুদূরে চলে যাবো, চলে যাবো- পথ দেখাবো পথ দেখাবো আসলে এসো না এই নতুনপুরে আর ভাবনা নেই আপনাতেই সুর ঝরাবো সুর ঝরাবো সব ঝরাবো সব ঝরাবো সবকিছু যা আছে পুরোনোতেই। ফিরবো না পিছনে আর অন্ধকারে শব্দবিহীন শব্দের এই আঁধারে। আর দেরি নয় দেরি নয়।

মন চলে মন চলে ছাউনিতলে ছাউনিতলে যেখানে পাবো ভোরের স্বপ্নজয়। ------------------------------------------------------------------------ মহীনের ঘোড়াগুলির প্রথম অ্যালবামঃ "সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক" মহীনের ঘোড়াগুলির দ্বিতীয় অ্যালবামঃ "অজানা উড়ন্ত বস্তু বা আ-উ-ব" ------------------------------------------------------------------------- এ ধরনের আরো তথ্য পেতে আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.