আমাদের কথা খুঁজে নিন

   

মফিজ মরছে- মরিবেইতে



মফিজ চেনন তোমরা-- যার বোধগোধ নাই । সাধু ভাসায় কহিবেন "বোকা মানুষ , বুদ্ধি কম" । এমার বুদ্ধি কমই আছে। মুই ফুলবাড়ীরর মানুষের কথা কছ। তোমরা বুুঝবার পাছেন না তোমরা সরকারের সঙ্গে পারিবেন না ।

জমিন ছাড়ি জান বাচায়ে পালাইমেন। আপনি না বাচিলে কয় বাপের নাম? তা না বাপ দাদার ভিটা আকড়ি পড়ি আছেন,। মরেন। যদি নড়িবার না চান মরেন । তোমার দাম তো কয়লার থাকি বেশী নোহায়।

তামান পত্রিকা , মিডিয়া সব তোমার বিপ ে। কারন তোমরা তো মফিজ , মফিজক আবার কায় পুছে । এলঅ তোমার দাম তো কানাকড়িও নাই । তোমরা য মফিজ এইটা তোমরা বঝিবার পাছেন না । কিন্তু দেশেরর মিডিয়া , পত্রিকা বুদ্ধিজিবি এরা তামান কয়লার খনি চায় , তোমাক চায় না, তোমরা বুঝিবার পাছেন না ।

এই খানে কয়লা খনি হইলে কত লোকের কাম হইবে । হোটেল হইবে। দেশের জ্বালানী বাড়িবে। তোমরা মরছেন কি বাচিমেন এই খান ওমার দেখার বিষয় নয়। তবে মুই তো মফিজ ।

মুই কও এমনি এমনি যখন মরিবার হইবে তখন অক্ত দিয়ে মরাই ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।