আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে মানুষ, রঙ্গের ফানুস

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি মানুষের মতের পার্থক্য থাকবেই। তাই বলিয়া সব ক্ষেত্রেই তা শোভা পায় না। সামু ব্লগ সহ ডয়েচে ভেলের নির্বাচিত সেরা ব্লগার বর্বোরোচিত হামলার শিকার। এই একটা বিষয়ে অন্তত আমাদের একমত হওয়া উচিত ছিল। এক্ষেত্রে মত পার্থক্য মানেই, আমরা বিবেক বিষর্জিত মানুষ।

************************************************* নাস্তিকতার ভেক ধারী, ব্লগীয় মদদ পুষ্ট আসিফ হামলার আগে পর্যন্ত তার কৃতকর্মের সাক্ষর রেখে গেছেন, ব্লগীয় পোষ্ট অথবা তার কমেন্টে, যা এখন বিভিন্ন ব্লগারের স্ক্রীন শটে শোভা পাচ্ছে। তিনি এতই বড় মাপের লেখক ছিলেন যে, তাকে আম ব্লগাররা মঘাচীপ উপাধিতে ভূষিত করেছিলেন। যিনি প্রশ্ন উত্তরের জন্যে আলাদা করে পোষ্ট দিয়েছিলেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানেই কেবল, প্রশ্ন করতে পারবেন। আর উত্তর দেওয়া বা না দেওয়া সেটা একান্তই উনার ব্যাক্তিগত অধিকার।

বাক স্বাধীনতার নাম করে উনি ইসলাম কে উপুর্যপূরী রেপ করেছেন। তখন আমরা যারা উত্তেজিত হয়ে গিয়েছিলাম, তারাই এখন মানবতা মানবতা করে গলা ফাটাচ্ছি। এই টাইপের সমাজের কলঙ্ক, বিশিষ্ট ব্লগার, মানবতার কান্ডারী, বাক স্বাধীনতার ঝান্ডাধারী, নর পিচাশ আসিফের সুষ্থতা আমাকে ও কামনা করতে হচ্ছে। আমি আর দ্বিধাবিভক্তি চাইনা। স্রোতের সাথে আমিও গা ভাসিয়ে দিলাম।

আসিফ তুমি ফিরে আস। তোমাকে নিয়ে আবার উত্তাল হোক ভার্চুয়াল জগত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.