আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুক্তিযোদ্ধার সানি্নধ্যে:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

পড়ন্ত বিকেলে দেখা হলো একজন মুক্তিযোদ্ধার সাথে। বসে বসে অনেক সুখ দু:খের কথা হলো। সময় কম, অথচ জমে আছে অনেক কথা। অনেক স্মৃতিচারণ হলো। ভাবনাগুলো আর কস্টগুলো সশব্দে প্রকাশ পেল।

এক ধরণের আনন্দ। এক ধরণের বিজয়। এই প্রজন্মের একজন মুক্তিযোদ্ধার সানি্নধ্যে আমার জীবনও ধন্য হলো। 35 বছর পর নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার প্রয়োজন যারা আর বিশ্বাসঘাতকদের রেহাই দেবে না। কড়ায় গন্ডায় সব হিসেব বুঝে নেবে।

যারা রক্তের সাথে বেঈমানী করবে না। নিবেদিত যোদ্ধার বড্ডো আকাল। তাই যখন মনে হয় এরকম কারো সাথে হঠাৎ দেখা হয়ে গেছে তখন বুকটা ভরে উঠে আনন্দে আর গর্বে। চীৎকার করে বলতে চায় নতুন এক মুক্তিযোদ্ধার সানি্নধ্য পেয়েছি যাকে ডাকতে পারি সহযোদ্ধা বলে । নিপীড়িত আর অবহেলিত মানুষদেরএাণের জন্য একজন পরিণত ও নিবেদিত মুক্তিযোদ্ধার প্রত্যাশায় সচল হোক আমাদের পদচারণা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.