আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার এ কেমন বিচার !

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

মনে পড়ে মহিয়সী নারী বেগম সুফিয়া কামালের মৃত্যুর পর কেবলই মনে পড়ছিলো সেই কবিতার লাইন টুকু'আমাদের সময় আমরা যখন খেলেছি পুতুল খেলা..." । অসম্ভব কষ্ট পেয়েছিলাম মনে । আর শহীদ জনন ী জাহানারা ইমামের মৃত্যুতে কেবল মনে হয়েছিলো অপশক্তির বিরুদ্ধে শক্ত একটি শ্লোগানের নিশব্দ বিদায়। হুমায়েন আজাদের মৃত্যুবাঙ্গালীর আজন্ম লালিত শত্রু মৌলবাদীদের যেনো একধাপ এগিয়ে দিলো। ছিলেন কবি শামসুর রাহমান। শেষ পর্যন্ত তিনিও বিদায় নিলেন প্রিয় বাংলা থেকে। অথচ গো আযম, নিজামী, সাকার মতো পেশাদার খুনী, ধর্ষক ও অপরাধীদের দিকে আজরাইলের চোখ পড়েনা। এ কেমন বিচার বিধাতা তোমার ? বাঙ্গালী কি এতোই অপরাধী জাতি ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।