আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতার পদালয়ে প্রেম নিবেদন...

মেঘহীন প্রভাতি আলোতে কভু কুয়াশা মাড়িয়েছ? বৃষ্টিরা অজোরে বইতে গিয়ে ক্রন্দনহীন হয়ে পরে খুজে পায় না হিমালয়ের হিম দেবীর আশীর্বাদ। এভাবে রাতের গভীর অন্ধকারে খুজতে গিয়ে ক্লান্তি দেহে ফিরে আসে প্রভাতের গর্ভে জন্ম নেয় ঊষার উদয়ের ক্ষনিক আগে, প্রতিক্ষীত দীর্ঘ রাত্রির প্রার্থনা শেষে কিন্তু মৃত্যুকে আলিংগন আর হয়না মাল্যদানে ভীনদেশি প্রতারকের মত অদৃশ্য হয় মহা মহিমায় সজীবতা ফেরাতে আর আমি মেঘ হীন আকাশে চেয়ে থাকি ভাদ্রের কাকের মত বেলাজ চাহনিতে প্রভাতী আলোরা শুধু ছলনাই করেনা, কেড়ে নেয় জড় দেহের নিঃশেষ প্রাণ অবশেষে হাটতে হাটতে পৌছে যাই অসীমের পানে প্রতীক্ষিত মহামিলনে প্রার্থনা করি বিধাতার নিষ্কলংক বিচারিক প্রার্থনালয়ে। অবশেষে আহবান শুনি ... হে ভোরের সবুজ ঘাসের সঞ্জীবিনী কুয়াশামালা, ফিরে এসো...... তোমাকে জলাঞ্জলি দিতে নয় ফিরে এসো জয় মাল্য নিতে ফিরে এসো প্রাণহীন দেহে প্রেম নিবেদনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।