আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ-The Quick and the Dead (1995 film)

শ্যারনস্টোন,হ্যাকম্যান,রাসেল ক্রু,রিওনার্দো ডি ক্যপ্রিও অভিনিত ওয়েস্টার্ন মুভি। ১৮৭৮ সালের দা লেডি যিনি একজন গানফাইটার ওয়াইল্ড ওয়েস্ট শহরে প্রবেশ করেন। সেই শহরের একচ্ছত্র অধিপতি নিষ্ঠুর জন হেরড । দা লেডি জড়িয়ে পরেন প্রাণঘাতি দ্বৈত যুদ্ধে । তার বাবাহত্যার প্রতিশোধ নিতে।

একজন অনামিকা যাকে সবাই দা লেডি ( Sharon Stone) নামে সম্বোধন করে তিনি প্রবেশ করেন ওল্ড ওয়েস্ট টাওনে। তিনি অংশ নেন সিঙ্গেল ইলিমিনেশন বন্দুকযুদ্ধ প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার আয়োজক নৃশংস জন হেরড। দা লেডির সাক্ষাৎ ঘটে কোর্টের(Russell Crowe) সঙ্গে যিনি একসময় জন হেরডের ডান হাত ছিলেন কিন্তু জীব হত্যা মহাপাপ তত্ত্বে অটল। তাকেও হেরড প্রতিযোগিতায় অংশ নিতে বাধ্য করে ।

একজন তরুণ হেরডের অনিচ্ছা সত্যেও প্রতিযোগি হয়ে যান সেই প্রতিযোগিতার তিনি কিড ; তারুণ্যের আর চঞ্চলতার প্রতিক ; যিনি প্রতিযোগিতায় জিতে জন হেরডকে দেখিয়ে দিতে চান তার ক্যারিশমা । সেই প্রতিযোগিতায় একে একে প্রবেশ করেন কুখ্যাত বিখ্যাত সব গান ফাইটার। প্রতিযোগিতা চলাকালীন সময়ে হেরড জেনে যায় শহরবাসী একজনকে (ক্লে সেন্ট্রাল) হায়ার করেছে হেরডকে হত্যা করে তার অত্যাচারের সমাপ্তি ঘটানোর জন্য। এ তথ্য জানিবামাত্র হেরড ঘোষণা দেয় যুদ্ধ হবে আমৃত্যু কেবলমাত্র প্রতিপক্ষের মৃত্যু হলেই সেটি বন্ধ হবে। একপর্যায়ে বলতে গেলে মাঝপথে রনে ভঙ্গ দেয় দা লেডি ( Sharon Stone) ।

চলে যায় শহর ছেড়ে । কিন্তু সেইসময়েই ফ্লাশব্যাকে দেখা যায় সে ঐ শহরের এক মার্শালের সন্তান । হেরড দলবল সহ সেই শহরে প্রবেশ করে দা লেডির ( Sharon Stone) বাবাকে ফাসিতে ঝুলিয়ে বন্দুক তুলে দেয় শিশু কন্যা দা লেডির হাতে। শিশুটি রশি টার্গেট করে ;গুলি লাগে তার বাবার মথায় এবং তৎক্ষনাৎ মার যান মার্শাল। বাবার প্রকৃত খুনি জন হেরড ।

এটি জানার পর জীবন প্রতিজ্ঞা নিয়ে ফিরে আসে দা লেডি( Sharon Stone) তার বাবার হত্যাকারিকে হত্যা করার জন্য নেমে পরেন যুদ্ধে। ছবির উপভোগ্য অংশ লিওনার্দো ডি কাপ্রিওর গুলিবিদ্ধ হয়ে বাঁচার আকুতি । দর্শকদের চোখে পানি চলে আসবে । শেরন স্টোন আর রাসেল ক্রু দ্বৈতযুদ্ধে বেঁচে থাকবেন যে কোন একজন!জন হেরডকে বাগে পেয়েও দা লেডি তাকে শ্যুট করতে ব্যর্থ হওয়া । শিশুকন্যার হাতে তার প্রাণপ্রিয় বাবার করুণ মৃত্যু।

বাঁচাতে গিয়ে মেরে ফেলা। আর নাটকিয় ভাবে নৃশংস নিষ্ঠুর জন হেরডের বিরদ্ধে প্রতিশোধ । ছবিটি ভালো লাগবে আমার বিশ্বাস। বিশেষ করে যারা গান ফাইট পছন্দ করেন । রাসেল ক্রু অসাধারণ অভিনয় করেছেন ।

গ্লামার কুইন শ্যারনস্টোন । লাভার বয় সুদর্শন ডি ক্যপ্রিও । আর জনহেরডের ভূমিকায় হ্যাকম্যান ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে উপভোগ্য ছবিটি। ছবি-নেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.