আমাদের কথা খুঁজে নিন

   

হেনরি সিংকিভিচের কালজয়ী উপন্যাস'কুয়ো ভাদিস'



হেনরি সিংকিভিচ পোল লেখকদের মধ্যে অন্যতম। তার এ অসাধারণ কালজয়ী উপন্যাসটা সম্রাট নীরু তার কুখ্যাত ভাড়ামী আর লাম্পট্য নিষ্টুরতা আর হিংস্রতা নিয়ে লেখা। এ উপন্যাসটা পড়তে পড়তে সফোক্লেসের ট্রাজেডীগুলোর কথা মনে পড়ে। আসলে একজন সম্রাটকে তার পরিনতির দিকে এগিয়ে যেতে যারা সবচাইতে বেশী ভুমিকা রাখে তারা হচ্ছেন তার অমাত্য বর্গ। সেটা খারাপ এবং ভাল উভয়ই হতে পারে।এই যে নীরু ভাড় তার চারদিকের সব অমাত্যেই তার ভাড়ামিকে প্রশ্রয় দিয়ে গেছে। তার প্রয়োজন হলে দেশের যুবতী মেয়েদের কে এনে হাজির করেছে। যুদ্ধাশ্রীতা সুন্দরী রাজকুমারী আর সেনা ন ায়কের প্রেম, যিশুর শিষ্য পিটারের ধর্ম প্রচার এবং বিপ্লব চিন্তা সব মিলিয়ে উপন্যাসটি অনন্য সাধারণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.